Categories: Mobiles

iPhone 15 ও iPhone 15 Plus দুর্দান্ত ক্যামেরা ও বড় ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে শক্তিশালী প্রসেসর

অবশেষে Apple অনুরাগীদের অপেক্ষার অবসান হল, পর্দা সরলো বহু চর্চিত iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে। প্রত্যাশামতোই আজ (১২ সেপ্টেম্বর) অ্যাপল তাদের ‘ওয়ান্ডারলাস্ট’ ফল ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে মার্কিন প্রযুক্তি সংস্থাটি তাদের পরবর্তী প্রজন্মের iPhone, Apple Watch সিরিজের পাশাপাশি আরও বেশ কিছু নতুন প্রোডাক্ট উন্মোচন করেছে। লেটেস্ট iPhone 15 লাইনআপের ফ্ল্যাগশিপ মডেলগুলি তার পূর্বসূরির তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে হাজির হয়েছে। এবারও, Apple iPhone 15 এবং iPhone 15 Plus-কে ‘Pro’ এবং ‘Pro Max’ ভ্যারিয়েন্ট থেকে আলাদা ফিচার সহ আনা হয়েছে। গতবছর লঞ্চ হওয়া iPhone 14 এবং 14 Plus তাদের পূর্বসূরির সাথে প্রায় অভিন্ন ছিল, তবে নন-প্রো iPhone 15-গুলি নতুন ফিচার এবং স্পেসিফিকেশনের সাথে এসেছ।

iPhone 15, 15 Plus-এ রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, A16 Bionic প্রসেসর এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আসুন এই দুই নয়া আইফোন মডেলের স্পেসিফিকেশন, ডিজাইন এবং দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

iPhone 15 ও iPhone 15 Plus-এর স্পেসিফিকেশন

আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এর মধ্যে পার্থক্য শুধুমাত্র ডিসপ্লে এবং ব্যাটারির সেগমেন্টে। উভয়ই পূর্ববর্তী আইফোনের মতো অভিন্ন বাটন প্লেসমেন্টের সাথে একই বক্সি ফর্ম ফ্যাক্টর ধরে রেখেছে। তবে, বর্গাকার ক্যামেরা মডিউলটি এখন তুলনামূলকভাবে রিয়ার প্যানেল থেকে কিছুটা উত্থিত হয়েছে। আবার লেটেস্ট নন-প্রো আইফোন ১৫-এ একটি ফ্রস্টেড গ্লাস ব্যাক প্যানেল রয়েছে, যা এতদিন প্রো মডেলগুলিতে সীমাবদ্ধ ছিল। ফোনগুলির সামনের দিকে ডায়নামিক আইল্যান্ড ফিচারটিও উপস্থিত, যা গত বছর আইফোন ১৪ প্রো ভ্যারিয়েন্টে প্রথম দেখা গিয়েছিল। আইফোন ১৫ এবং ১৫ প্লাস-এ যথাক্রমে ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চির রেটিনা এক্সডিআর ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ২,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

ক্যামেরার ক্ষেত্রে, আইফোন ১৫ এবং ১৫ প্লাসের প্রাইমারি ক্যামেরায় বিশাল আপগ্রেড আনা হয়েছে। এই ডিভাইস দুটিতে এখন ৪৮ মেগাপিক্সেলের সনি সেন্সর রয়েছে, যা পূর্বসূরি আইফোন ১৪-এ থাকা ১২ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরার থেকে অনেকটাই উন্নত। প্রাইমারি ক্যামেরার সাথে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস-এর রিয়ার ক্যামেরা সেটআপে একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে৷ আর স্মার্টফোনগুলির সামনে একটি ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। সাম্প্রতিক আইফোন মডেল দুটি কিছু নতুন ক্যামেরা ফিচারও অফার করে। যেমন, নতুন ক্যামেরা সিস্টেমে ইউজারদের আর পোর্ট্রেট মোডে আলাদা করে স্যুইচ করতে হবে না, কারণ কোনও বিষয়বস্তু শনাক্ত হলে মেশিন লার্নিং স্বয়ংক্রিয়ভাবে তাতে ডেপ্থ যোগ করবে।

উন্নততর পারফরম্যান্সের জন্য, iPhone 15 এবং 15 Plus অ্যাপলের A16 Bionic প্রসেসর দ্বারা চালিত, যা গত বছরের প্রো মডেলগুলিতে ব্যবহার করা হয়েছিল। লেটেস্ট নন-প্রো আইফোনগুলি সর্বোচ্চ ৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iPhone 15 এবং 15 Plus-এ যথাক্রমে ৩,৮৭৭ এমএএইচ এবং ৪,৯১২ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ইউনিট রয়েছে।

সফ্টওয়্যারের ক্ষেত্রে, iPhone 15 এবং 15 Plus লেটেস্ট আইওএস ১৭ (iOS 17) অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়াও, ডিভাইসগুলিতে ইউএসবি-সি পোর্ট রয়েছে, যা অ্যাপলের পুরানো লাইটনিং পোর্টকে প্রতিস্থাপন করেছে। এই দুই হ্যান্ডসেট দ্বিতীয়-প্রজন্মের আল্ট্রাওয়াইড-ব্যান্ড চিপ সহ এসেছে, যা ফাইন্ড মাই (Find My) ক্যাপাবিলিটিগুলিকে উন্নত করে। iPhone 15 এবং 15 Plus-এ স্যাটেলাইট ফিচারের মাধ্যমে জরুরী এসওএস (SOS) বার্তা পাঠানোর ফাংশনালিটিও সাপোর্ট করে।

iPhone 15 ও iPhone 15 Plus-এর দাম

উল্লেখ্য, iPhone 15 এবং iPhone 15 Plus পিঙ্ক, গ্রীন, হোয়াইট, ব্ল্যাক, ইয়েলো এবং ব্লু – এই কালার অপশনগুলির সাথে আত্মপ্রকাশ করেছে। তবে একাধিক আপগ্রেড সত্ত্বেও, এগুলি তাদের পূর্বসূরির মতোই যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৬৬,২০০ টাকা) এবং ৮৯৯ ডলার (প্রায় ৭৪,৪৭৫ টাকা) প্রারম্ভিক মূল্যের সাথে আমেরিকার বাজারে পাওয়া যাবে।

Ananya Sarkar

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

9 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

16 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

50 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago