সুখবর, দাম কমিয়ে iPhone 15 Plus এর বিক্রি বাড়াতে চাইছে Apple

Apple-এর iPhone-এর জনপ্রিয়তার কথা আমাদের কারোরই অজানা নয়। বেশ চড়া দামের ডিভাইস হওয়া সত্ত্বেও যত দিন যাচ্ছে, গোটা বিশ্বজুড়ে এই প্রিমিয়াম স্মার্টফোনগুলির চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। আর ক্রেতাদেরকে খুশি করতে প্রতি বছরই iPhone সিরিজে কিছু নতুন চমক আনার চেষ্টা করে মার্কিনি টেক কোম্পানিটি। সেক্ষেত্রে চলতি বছরেও iPhone Mini মডেলের পরিবর্তে নতুন iPhone 14 Plus মডেলটি এনে কার্পেটিনো ভিত্তিক প্রযুক্তি সংস্থাটি তাদের iPhone Plus লাইনআপকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, ফোনটি ইউজারদেরকে মোটেই খুশি করতে পারেনি। iPhone 14 Plus-কে মূলত একটি বড়ো ডিসপ্লেযুক্ত রেগুলার iPhone 14-ই বলা যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই iPhone 14 Plus-এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনুরাগীরা, যার জেরে এই ডিভাইসটি বিক্রি করতে বর্তমানে রীতিমতো হিমশিম খাচ্ছে কোম্পানিটি। তাই আগামী দিনে যাতে এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য আসন্ন iPhone 15 সিরিজে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করার কথা ভাবছে Apple। জানা গিয়েছে, মূলত iPhone 15 এবং iPhone 15 Plus-এর দিকেই বিশেষভাবে মনোনিবেশ করা হচ্ছে। এছাড়াও আসন্ন iPhone সিরিজকে সুপারহিট করতে নতুন কোন স্ট্র্যাটেজি অবলম্বন করতে চলেছে Apple? আসুন জেনে নিই।

আগামী বছর iPhone 15 Plus-এর দাম কমাতে পারে Apple

MacRumors-এর রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের প্লাস ফোনটিকে ইউজারমহলে জনপ্রিয় করে তোলার জন্য দুটি পন্থা অবলম্বন করতে চলেছে। প্রথমত, কার্পেটিনো ভিত্তিক প্রযুক্তি সংস্থাটি প্রো এবং নন-প্রো আইফোন মডেলগুলির মধ্যে আরও বেশি পার্থক্য আনবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয়ত, অ্যাপল আসন্ন আইফোন ১৫ প্লাসকে আরও সাশ্রয়ী মূল্যের করার কথা বিবেচনা করছে বলে জানা গেছে। মূলত প্রো এবং নন-প্রো আইফোনের মধ্যে ফিচার ও দামের বড়োসড়ো ফারাক থাকলে একটু সাশ্রয়ী মূল্যের বড়ো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন খরিদ্দাররা আইফোন ১৫ প্লাস কিনতে আগ্রহী হবেন বলে অনুমান করছে টেক জায়েন্টটি। উল্লেখ্য যে, প্রখ্যাত অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কুও (Ming-Chi Kuo) কয়েক সপ্তাহ আগে ব্যবসায়িক উন্নতির জন্য সংস্থাটিকে এই একই কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

দাম আদৌ কতটা কমবে, সেটা বলবে সময়

প্রসঙ্গত বলে রাখি, আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus)-এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম বর্তমানে ৮৯,৯০০ টাকা। সেক্ষেত্রে আগামী দিনে আসন্ন প্লাস মডেলটির দাম সংস্থাটি কতটা কমাবে, সেটা একমাত্র সময়ই বলতে পারবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আইফোন ১৪ (iPhone 14)-ও কিন্তু ক্রেতাদের বিশেষ মনঃপূত হয়নি। ইতিমধ্যেই টেক মহলে ব্যাপকভাবে রটে গিয়েছে যে, ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে আইফোন ১৩ (iPhone 13) এবং আইফোন ১৪ উভয়েই বেশিরভাগ ক্ষেত্রেই একইরকম। তাই ইদানীংকালে বিশেষজ্ঞরা ইউজারদেরকে আইফোন ১৪ না কিনে আইফোন ১৫-এর জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন। সেক্ষেত্রে আগামী দিনে আইফোন ১৫-এ সংস্থাটি নতুন কী উল্লেখযোগ্য পরিবর্তন আনবে, সেটা দেখার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। উল্লেখ্য যে, আইফোন ১৪-এর দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। তবে আইফোন ১৫ প্লাসের মতো আগামী দিনে সংস্থাটি আইফোন ১৫-এর দামও কমাবে কি না, তা জানার জন্য আমাদের আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

আপনাদেরকে জানিয়ে রাখি, Apple ২০২৩ সালে iPhone 15 সিরিজের অধীনে চারটি নতুন মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Plus। এই সিরিজের ফোনগুলি Apple-এর পরবর্তী প্রজন্মের এ১৭ (A17) বায়োনিক চিপ দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। আরও জানা গিয়েছে যে, আসন্ন স্মার্টফোনগুলি অধিক উন্নত মানের ক্যামেরা এবং ব্যাটারি লাইফ অফার করবে। আবার অনেক টিপস্টাররা দাবি করেছেন যে, iPhone 15 সিরিজের অধীনস্থ সমস্ত মডেলগুলিতে ডায়নামিক আইল্যান্ড (Dynamic Island) ডিজাইনের দেখা মিলবে, যা বর্তমানে শুধুমাত্র iPhone 14 Pro মডেলগুলিতে উপলব্ধ রয়েছে।