30 বছর পূর্তি উপলক্ষ্যে নব কলেবরে Honda-র লিজেন্ডারি বাইক, মাত্র 710টি তৈরি হবে

অন্যতম জনপ্রিয় রেট্রো স্টাইলের মোটরবাইক CB1300-র লিমিটেড এডিশন সংস্করণ বাজারে আনল হোন্ডা। মাত্র ৭১০ ইউনিট বিক্রি হবে এর। যদিও শুধুমাত্র জাপানের পরিধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে রেট্রো বাইকটি। CB1300 মডেলটি বিগত ১৯৯২ সালে প্রথম বাজারে আসে। তখন এর নাম ছিল Project Big-1।

Honda CB1300 Special Edition

৩০ বছর ধরে রাজ করছে সে পৃথিবীর বুকে। তাই ত্রিশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ আয়োজন করেছে হোন্ডা। স্পেশাল এডিশনে কয়েকটি নতুন আপডেট যুক্ত করেছে এই জাপানীয় সংস্থা। বাইকটির সারা শরীরে সোনালী রঙের কাজের পাশাপাশি এর রিমকেও সোনালী রঙে রাঙানো হয়েছে। ফুয়েল ট্যাংকে ত্রিশতম বর্ষপূর্তির কথা স্মরণ করাতে থ্রিডি লোগো দেওয়া হয়েছে।

Honda CB1300-র ইঞ্জিন স্পেসিফিকেশনে নজর দিলে দেখা যাবে একে চালিকাশক্তি যোগায় ১৩০০ সিসির ওয়াটার কুল্ড, চার সিলিন্ডার যুক্ত, ৪ স্ট্রোক, ১৬ ভালভ সমৃদ্ধ DOHC ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত সর্বোচ্চ পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ১১১ বিএইচপি ও ১১২ এনএম। ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে ৬ ধাপযুক্ত গিয়ার বক্স এবং ফোর-ইন ওয়ান এগজস্ট পাইপ।

CB1300-র এই স্পেশাল এডিশনে থাকা অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে থ্রোটেল-বাই-ওয়ার, ক্রুজ কন্ট্রোল, স্পোর্ট, স্ট্যান্ডার্ড এবং রেইন মোড, স্লিপার ক্লাচ, হোন্ডা সিলেক্টেবেল টর্ক কন্ট্রোল এবং বাই ডাইরেক্টরাল কুইকশিফ্টার। এর পাশাপাশি সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনে ও পিছনে উভয়দিকেই Ohlins এর সাসপেনশন লাগানো রয়েছে। তাছাড়াও ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের ও পেছনের চাকাতে এক জোড়া করে Brembo পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে।

লিমিটেড এডিশন হওয়ার কারণে লঞ্চ হওয়ার কয়েক দিনের মধ্যেই এর সবকটি মডেলের বুকিং সম্পন্ন হয়ে যাবে। তাছাড়াও শুধুমাত্র জাপানের বাজারে বিক্রি হওয়ার কারণে সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা হোন্ডাপ্রেমীরা খানিকটা আশাহত হবে বলেই মনে করা হচ্ছে। আর তাই ভারতের মাটিতে CB1300 আসার কোন সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এই মুহূর্তে এদেশের বাজারে হোন্ডার বিগ বাইক পোর্টফোলিওতে রয়েছে CRF1100 Africa Twin, CBR1000RR, CB1000R, CBR 650R এবং H’ness CB350।