Categories: Mobiles

ড্রপ টেস্টে iPhone 14 Pro এর থেকে পিছিয়ে iPhone 15 Pro, কিনলে ঠকে যাবেন?

আপনি যদি নিজের জন্য একটি লেটেস্ট-লঞ্চ Apple iPhone 15 সিরিজের মডেল কেনার পরিকল্পনা করে থাকেন, তবে একটু সাবধান হয়ে যান! আসলে সম্প্রতি iPhone 15 Pro ফোনের একটি ড্রপ-টেস্ট ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, পূর্বসূরি iPhone 14 Pro মডেলের থেকেও অধিক ভঙ্গুর প্রকৃতির উত্তরসূরি মডেলটি। আরো সহজ করে বললে, কার্ভড এজ এবং নতুন তথা সংস্থার দাবি অনুসারে আরো টেকসই টাইটানিয়াম ফ্রেমের সাথে আসা iPhone 15 Pro যদি ভুলবশত হাত থেকে পরে যায়, তবে এর ডিসপ্লে ও ব্যাক প্যানেল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি স্ক্রিন প্রতিস্থাপনের বোঝাও চাপতে পারে আপনার ঘাড়ে।

ইউটিউবার স্যাম কোহল (Sam Kohl) হালফিলে, সদ্য লঞ্চ হওয়া অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলের ড্রপ টেস্ট করেছেন। তার দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৪ প্রো মডেল দুটিকে বিভিন্ন উচ্চতা এবং কোণ থেকে বারংবার নিচে ফেলা হচ্ছে। যদিও উভয় ফোনই প্রথম কয়েকটি ড্রপ থেকে নিজেদের আত্মরক্ষা করতে সমর্থ হয়েছিল। কিন্তু পরবর্তীতে ইউটিউবার যখন, ছয় ফুট উচ্চতা থেকে আইফোন ১৫ প্রো -কে কংক্রিটের পৃষ্ঠে ফেলেন, তখন ডিভাইসটি বড়সড় ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে, এই ফোনের ডিসপ্লে সহ ব্যাক প্যানেলের গ্লাস পুরোটাই ভেঙে যায় এবং ক্যামেরা মডিউল বেরিয়ে আসে। এমনি আইফোনটি কাজ করাও বন্ধ করে দিয়েছিল।

তবে অবাক করার বিষয়, Apple iPhone 14 Pro -কেও যখন ছয় ফিট উচ্চতা থেকে আছড়ে ফেলা হয়, তখন এতে শুধুমাত্র কয়েকটি ছোটোখাটো স্ক্র্যাচ পরেছিল। নিচে পড়ে যাওয়ার পরও ডিভাইসটি সচল ছিল এবং ভালো মতো কাজ করছিল। শুধু তাই নয়, আইফোন ১৪ প্রো -এর ডিসপ্লে এবং রিয়ার গ্লাস প্যানেলও অক্ষত ছিল।

ড্রপ-টেস্ট সম্পন্ন হওয়ার পর ক্রিয়েটর স্যাম কোহল সিদ্ধান্তে পৌঁছেছেন যে, Apple iPhone 15 Pro -এর ভঙ্গুরতার জন্য টাইটানিয়াম ফ্রেম নয় বরং কার্ভড এজ দায়ী হতে পারে। জানিয়ে রাখি, চলতি বছরে আগত আইফোন মডেলগুলিকে পূর্বসূরির থেকেও অধিক রাউন্ডেড কার্ভড প্রান্তের সাথে নিয়ে আসা হয়েছে।

অতএব, ১,৩৪,৯০০ টাকা দামের iPhone 15 Pro কেনার পর যদি সামান্য আঘাতেই তা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কাজ করাই বন্ধ করে দেয়, তবে কেনার পর আফসোস করা এবং মেনটেনেন্সের পেছনে গাদাগাদা টাকা খরচ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই নতুন আইফোন মডেল কেনার আগে অবশ্যই দু’বার অন্তত ভেবে নেবেন। আর যদি ইতিমধ্যেই কিনে ফেলেন তবে সেটিতে ব্যাক কভার ও স্ক্রিন- গার্ড লাগানোর পরামর্শ দেব আমরা।

যদিও একটা বিষয় মাথায় রাখা উচিত যে, এই ধরণের ড্রপ টেস্টগুলি সর্বদা বৈজ্ঞানিক ভিত্তিক হয় না এবং ফলাফলও বিভিন্ন কারণের উপর নির্ভরশীল থাকে। যেমন, ফোনটিকে যে পৃষ্ঠে উপর থেকে ফেলা হয়েছে তা কিরকম ছিল, আবার যে কোণ থেকে ফেলা হয়েছে তা সঠিক ছিল কিনা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা জরুরি। জানিয়ে রাখি, সংস্থার পক্ষ থেকেও প্রোডাক্ট লঞ্চের আগে ড্রপ টেস্ট করা হয়। এক্ষেত্রে পুরো পরীক্ষাটি, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালনা করা হয়ে থাকে। পরীক্ষা চলাকালীন, প্রত্যেকটি ইউনিটকে বিভিন্ন উচ্চতা থেকে এবং একটি নির্দিষ্ট কোণে সমতল পৃষ্ঠে ড্রপ করা হয়। তারপর, প্রোডাক্টটি কতটা ওজন নিতে সক্ষম হবে তা বুঝতে ফোর্স মিটার ব্যবহার করা হয়।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago