Categories: Mobiles

48 মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ আসছে iPhone 15 Pro Max, থাকবে চোখের শান্তি দেওয়া OLED ডিসপ্লে

অ্যাপল (Apple) আগামী সেপ্টেম্বর মাস নাগাদ তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ iPhone 15 সিরিজের ওপর থেকে পর্দা সরাবে বলে মনে করা হচ্ছে। আপকামিং আইফোন সিরিজকে নিয়ে এমনিতেই সারা বিশ্বের স্মার্টফোন অনুরাগীদের উত্তেজনার পারদ উর্ধ্বে থাকে। আর এবছরের সিরিজটি সেই উত্তেজনা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, কেননা এখনও অবধি সূত্র মারফৎ iPhone 15 সংক্রান্ত যা যা তথ্য সামনে এসেছে, তা যথেষ্ট আকর্ষণীয়। শোনা যাচ্ছে এই ডিভাইসগুলিতে পরিবর্তিত ডিজাইন দেখা যাবে এবং বিভিন্ন বিভাগে একাধিক আপগ্রেড করা হবে। বলা হচ্ছিল, iPhone 15 সিরিজের প্রো মডেলগুলি উন্নততর ক্যামেরার সাথে বাজারে আসবে, তবে এখন এক টিপস্টার দাবি করেছেন যে, আসন্ন আইফোন সিরিজের টপ-অফ-দ্য-লাইন মডেল, iPhone 15 Pro Max-এর প্রাইমারি ক্যামেরা এবং ডিসপ্লে প্রযুক্তি এর পূর্বসূরির মতোই হবে।

iPhone 15 Pro Max আগের মতোই ৪৮ মেগাপিক্সেলের Sony IMX803 Quad-Bayer সেন্সরের সাথে আসবে

টিপস্টার রেভেগনাস তার একটি নতুন টুইটে আইফোন ১৫ প্রো ম্যাক্স-এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিবরণ প্রকাশ করেছেন, যা আগের লিকগুলিকে সমর্থন করে না। টিপস্টারের মতে, আইফোন ১৫ প্রো ম্যাক্স তার পূর্বসূরি, আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর মতো একই প্রাইমারি ক্যামেরা এবং ডিসপ্লে প্রযুক্তি অফার করবে। অর্থাৎ, হ্যান্ডসেটটিতে ৪৮ মেগাপিক্সেল রেজোলিউশনের সনি আইএমএক্স৮০৩ ক্যামেরা সেন্সর থাকবে, যা একটি ১/১.২৮ ইঞ্চির কোয়াড-বেয়ার ক্যামেরা। এটি ইতিমধ্যেই আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলিতে উপস্থিত রয়েছে৷ তাই যেসমস্ত আইফোন অনুরাগীরা নতুন প্রো ম্যাক্স মডেলে সনি আইএমএক্স৯০৩, ১ ইঞ্চির সেন্সরের ওপর ভিত্তি করে একটি নতুন প্রধান ক্যামেরার প্রত্যাশা করছিলেন, তাদের জন্য এই খবরটি হতাশাজনক হতে পারে।

এছাড়াও, এটা মনে করা হচ্ছে যে আইফোন ১৫ প্রো ম্যাক্স-এ বর্তমান প্রজন্মের মডেলে থাকা এম১২ ওলেড (OLED) প্যানেল প্রযুক্তিই দেখা যাবে। যদিও এই ডিসপ্লে প্রযুক্তিটি পরীক্ষার ওপর ভিত্তি করে চমৎকার ফলাফল অর্জন করেছে, তবে ১৫ প্রো ম্যাক্স-এ ডিসপ্লে ব্রাইটনেস লেভেল বা অন্যান্য এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আশা করা যায়না। যদিও, ডিসপ্লের আকার সামান্য ভিন্ন হতে পারে। উত্তরসূরিতে আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর ১৬০.৭ মিলিমিটারের তুলনায় ১৫৯.৮ মিলিমিটারের উচ্চতা এবং ৭৭.৬ মিলিমিটারের পরিবর্তে ৭৬.৭ মিলিমিটার প্রস্থ দেখা যাবে বলে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে, সঠিক ডিসপ্লের মাত্রা সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্যগুলি এখনও নিশ্চিত করা হয়নি।

তবে, প্রধান ক্যামেরা বা ডিসপ্লে স্পেসিফিকেশন ভিন্ন না হলেও, নিঃসন্দেহে অ্যাপল তাদের iPhone 15 Pro Max মডেলটিকে কিছু উল্লেখযোগ্য সংযোজনের সাথে বাজারে আনতে চলেছে। সর্বাধিক আলোচিত ফিচারগুলির মধ্যে একটি হল, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা Pro Max ভ্যারিয়েন্টের জন্য এক্সক্লুসিভ হবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরাটি ৬এক্স অপটিক্যাল ম্যাগনিফিকেশন অফার করবে, যা ডিভাইসের জুম ক্ষমতা বাড়িয়ে দেবে।

এছাড়াও, শোনা যাচ্ছে যে iPhone 15 Pro Max-এ একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে, যা অ্যাপলের ঐতিহ্যবাহী লাইটনিং পোর্টের পরিবর্তে ব্যবহৃত হবে। এই পরিবর্তন কানেক্টিভিটি অপশনকে উন্নত করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে, iPhone 15 Pro Max-এ অ্যাপলের এ১৭ বায়োনিক চিপ থাকবে বলে আশা করা হচ্ছে, যা একটি ৩ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই আপগ্রেড করা প্রসেসরটি এনহ্যানসড গতি এবং এফিসিয়েন্সি অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ৮ জিবি এলপিডিডিআর৫ র‌্যামের সাথে আসবে, যা এর সামগ্রিক কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago