iPhone 15 Pro Max চার্জ করার সময় পুড়ে গেল হাত, কারণ জানলে কিনবেন না 2 লাখের ফোন

চলতি বছরে Apple লঞ্চ করেছিলো তাদের বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজ। এই সিরিজে Apple বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করেছিল। এই নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি…

চলতি বছরে Apple লঞ্চ করেছিলো তাদের বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজ। এই সিরিজে Apple বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করেছিল। এই নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি অন্যতম ফিচার হলো ইউএসবি টাইপ সি পোর্ট (USB Type-C Port)। এই পোর্ট থাকার ফলে অনেক ব্যবহারকারীই iPhone-এর চার্জার না কিনে তাদের পুরনো অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ করছিলেন ডিভাইসটি। কিন্তু জানেন কি অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে iPhone চার্জ দিলে ঘটে যেতে পারে বিপদ! হ্যাঁ, বিষয়টি একদমই সত্যি। কারণ সম্প্রতি, এক iPhone ব্যবহারকারী এই একই ঘটনার শিকার হয়েছেন, যার কারণে, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তির iPhone এবং সেই সাথে আঘাতপ্রাপ্ত হয়েছেন ওই ব্যক্তিও।

সম্প্রতি GizmoChina-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ফোসানের একটি অ্যাপল স্টোর ইউএসবি টাইপ সি কেবল ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে। পাশাপাশি, ওই দোকানের কর্মীরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, অ্যান্ড্রয়েড কেবল ব্যবহারের ফলে অত্যধিক গরম হয়ে যাচ্ছে আইফোন। তাদের মতে সিঙ্গেল রো ৯ পিন এবং সিঙ্গল রো ১১ পিন কানেকশন-এর কারণে এই সমস্যাটি সৃষ্টি হচ্ছে।

এদিকে এক iPhone 15 Pro Max ব্যবহারকারী এই প্রসঙ্গে তার সাথে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনার গল্প শেয়ার করেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন যে, ফোন চার্জ দিয়ে গল্প করার সময় তিনি খেয়াল করেন যে, তার ডিভাইসটি অত্যধিক গরম হয়ে গেছে। এমনকি উত্তপ্ত হয়ে তারটি গলে যায় যার ফলে ব্যবহারকারীর হাতের আঙ্গুলও পুড়ে যায়।

এরপর তিনি সমস্যার কারণ অন্বেষণ করতে গিয়ে বুঝতে পারেন যে, চার্জারের কেবলটি অ্যাপলের আসল প্রোডাক্ট ছিল না। যার জন্য, তার সাথে এই দুর্ঘটনাটি ঘটে যায়। আর, এই কারণে ওই ব্যবহারকারী সবাইকে iPhone চার্জ করার জন্য নন-অ্যাপল চার্জার ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন।