প্রথমবার এই বিশেষ চমক সহ আসছে Apple iPhone 15 Pro মডেল, লঞ্চের কয়েক ঘন্টা আগে নিশ্চিত

Apple -এর ঘোষণা অনুযায়ী, আজ রাত ১০:৩০টা থেকে শুরু হবে ‘ওয়ান্ডারলাস্ট’ (Wonderlust) ইভেন্ট। এই ইভেন্ট চলাকালীন নতুন Apple Watch থেকে শুরু করে নয়া iOS 17,…

Apple -এর ঘোষণা অনুযায়ী, আজ রাত ১০:৩০টা থেকে শুরু হবে ‘ওয়ান্ডারলাস্ট’ (Wonderlust) ইভেন্ট। এই ইভেন্ট চলাকালীন নতুন Apple Watch থেকে শুরু করে নয়া iOS 17, watchOS অপারেটিং সিস্টেমের রোলআউটের সময়সূচী ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। তবে ইভেন্টটির মূল আকর্ষণ হবে বহুল প্রতীক্ষিত iPhone 15 সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে প্রতিবারের ন্যায় এবারও চারটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা – iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, এবং iPhone 15 Pro Max / Ultra।

বিগত কয়েকদিনের মধ্যে উক্ত মডেলগুলির একাধিক সম্ভাব্য ফিচার সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। হালফিলে খবর পাওয়া গেছে যে, সিরিজের হাই-এন্ড মডেলগুলি টাইটানিয়াম চ্যাসিস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও পেরিস্কোপ লেন্সের সাথে আসবে। আবার আজ অর্থাৎ লঞ্চের মাত্র কয়েক ঘন্টা আগে জনপ্রিয় কেস এবং অ্যাক্সেসরিজ নির্মাতা ব্র্যান্ড স্পাইজেন (Spigen), iPhone 15 সিরিজের ‘Pro’ মডেলে অ্যাকশন বাটন (Action button) -এর উপস্থিতি নিশ্চিত করল।

Action Button সহ আসতে পারে Apple iPhone 15 সিরিজের ‘Pro’ মডেলগুলি

স্পাইজেন হালফিলে তাদের আধিকারিক X হ্যান্ডেলে ছবি সহ একটি পোস্ট শেয়ার করেছে। এই পোস্টের ক্যাপশনে লেখা আছে “Something’s Different” এবং হ্যাশট্যাগে আজকে অনুষ্ঠিত হতে চলা অ্যাপল ইভেন্টের কথা উল্লেখ করা হয়েছে। আর পোস্টের সাথে সংযুক্ত ছবিতে – আসন্ন একটি আইফোন মডেলের ডান অংশটিকে ফোকাস করা হয়েছে। যেখানে, ফিজিক্যাল ভলিউম বাটনের ঠিক উপরে পিল-আকৃতির একটি ক্লিকযোগ্য বাটন আমাদের নজরে পড়েছে। এটি সম্ভবত অ্যাকশন বাটন। জানিয়ে রাখি পূর্বসূরিতে (iPhone 14) ঠিক এই একই স্থানে অ্যালার্ট স্লাইডার অবস্থিত ছিল। কিন্তু এবার অ্যালার্ট স্লাইডারের জায়গা দখল করতে পারে অ্যাকশন বাটন।

এর আগে জানা গিয়েছিল, এই অ্যাকশন বাটন শুধুমাত্র iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max / Ultra মডেলেই থাকবে। আর সিরিজের বেস মডেলগুলি অর্থাৎ iPhone 15 এবং iPhone 15 Plus পূর্বসূরিদের মতোই অ্যালার্ট স্লাইডার সহ আসবে।

কার্যকারিতার কথা বললে, নতুন অ্যাকশন বাটনকে এমনভাবে কনফিগার করা হবে যাতে এর সাহায্যে – ক্যামেরা চালু করা থেকে শুরু করে ডিভাইসকে সাইলেন্ট মোডে পাঠানো, ফ্ল্যাশলাইট অন করা, অ্যাপ শর্টকাট, ভয়েস মেমো খোলা, অ্যাক্সেসিবিলিটি শর্টকাট চালু করা, ফোকাস মোডে টগল করা সহ আরো নানাবিধ কাজ একটা ক্লিকেই করতে পারেন ইউজাররা।

Apple iPhone 15 Pro, iPhone 15 Pro Max / Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অ্যাপল, চলতি বছরে আসন্ন তাদের লেটেস্ট আইফোন সিরিজের প্রো মডেল দুটিকে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম ফ্রেমের সাথে লঞ্চ করতে পারে। আবার ডিভাইসগুলির ক্যামেরা বিভাগকেও আপগ্রেড করা হবে। এক্ষেত্রে, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স / আল্ট্রা ৬এক্স অপটিক্যাল জুম ক্যাপাসিটি সহ পেরিস্কোপ-স্টাইলের টেলিফটো লেন্সের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে ফোনগুলি – ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, নতুন ১৩.৪ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১২.৪ মেগাপিক্সেলের টেলিফটো শুটার সহ আসতে পারে।

দুর্দান্ত পারফরম্যান্স প্রদানের জন্য, আইফোনগুলিতে বিশ্বের প্রথম ৩এনএম প্রোসেসিং নোড ভিত্তিক অ্যাপলের নিজস্ব এ১৭ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হবে। অপারেটিং সিস্টেম হিসাবে সর্বশেষ iOS 17 প্রি-লোডেড থাকবে। ‘প্রো’ মডেল দুটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত সর্বাধিক ৬.৭-ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED প্রোমোশন ডিসপ্লে পাবে। সর্বোপরি আজকে লঞ্চের মুখ দেখতে চলা Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max / Ultra স্ট্যান্ডার্ড লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে আসবে বলে অনুমান করা হচ্ছে।