ব্যাটারির অপচয় কমাতে লো-এনার্জি চিপ, বহু নতুন ফিচার্সের সঙ্গে লঞ্চ হবে iPhone 15 Pro

অ্যাপল (Apple) iPhone 15 সিরিজটি চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ লঞ্চ হবে বলে জানা গেছে। এই লাইনআপে চারটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে – iPhone 15,…

অ্যাপল (Apple) iPhone 15 সিরিজটি চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ লঞ্চ হবে বলে জানা গেছে। এই লাইনআপে চারটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে – iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। তবে শোনা যাচ্ছে, উচ্চতর মডেলটি ‘Pro Max’-এর পরিবর্তে iPhone 15 Ultra হিসাবে লঞ্চ হতে পারে। যদিও অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে তাদের ফ্ল্যাগশিপ সিরিজটির সম্পর্কে কোনও ঘোষণা করেনি, তবে গত কয়েক সপ্তাহে আসন্ন ডিভাইসগুলি সম্পর্কে একাধিক লিক প্রকাশ্যে এসেছে। আর এখন কয়েকটি নতুন প্রতিবেদনের মাধ্যমে iPhone 15 Pro মডেলগুলির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

iPhone 15 Pro মডেলগুলিতে থাকবে লো এনার্জি চিপ এবং Apple Watch Ultra-এর মতো মাল্টি ইউজ অ্যাকশন বাটন

ম্যাকরিউমার্স-এর রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৫ প্রো ম্যাক্স সহ আইফোন ১৫ প্রো মডেল দুটিতেই নতুন আল্ট্রা-লো এনার্জি মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হবে, যা নতুন ক্যাপাসিটিভ সলিড-স্টেট বাটনের মতো নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিকে সক্রিয় করতে সক্ষম হবে, এমনকি পাওয়ার বন্ধ থাকা অবস্থাতেও। এটি অ্যাপলের বর্তমান সুপার-লো এনার্জি মোডকে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে, যা আইফোন ফাইন্ড মাই লোকেটারের মাধ্যমে পাওয়ার বন্ধ করার পরেও খুঁজে পেতে সক্ষম করে এবং অ্যাপল পে এক্সপ্রেস মোডটি ব্যাটারি শেষ হওয়ার পরে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করার অনুমতি দেয়।

এটি ডিভাইসের পাওয়ার বন্ধ থাকলেও বিদ্যমান ব্লুটুথ এলই/আল্ট্রা ওয়াইডব্যান্ড ফাংশনগুলির নিয়ন্ত্রণ গ্রহণ করবে বলে জানা গেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, চিপসেটটি ফোন বন্ধ বা চালিত থাকা অবস্থায় কোনও বিলম্বে না করে ক্যাপাসিটিভ বাটন প্রেস করা, হোল্ড করা, এমনকি নতুন ভলিউম আপ/ডাউন বাটন, অ্যাকশন বাটন এবং পাওয়ার বাটনের সাথে ৩ডি (3D) টাচের নিজস্ব ভার্সন সনাক্ত করবে।

এছাড়াও এই রিপোর্টে বলা হয়েছে যে, ইউনিফাইড ভলিউম বাটনে নিম্নোক্ত দুটি ফাংশনের মধ্যে অন্তত একটি থাকতে পারে – একটি হল বাটন প্রেস করার সময় ব্যবহৃত শক্তির পরিমাণের ওপর নির্ভর করে ভলিউম অ্যাডজাস্ট করা এবং অন্যটি হল আঙ্গুলের সাহায্যে বাটনটি ওপরে এবং নীচে সোয়াইপ করে ভলিউম পরিবর্তন করার অনুমতি দেওয়া।

ম্যাকরিউমার্স আরও দাবি করা হয়েছে যে, iPhone 15 Pro মডেলগুলিতে Apple Watch Ultra-এর মতো একটি কাস্টমাইজযোগ্য মাল্টি ইউজ অ্যাকশন বাটন থাকবে। এটি আগের রিং/সাইলেন্ট সুইচটি প্রতিস্থাপন করবে, তবে বাটনটি কীভাবে প্রয়োগ করা হবে, তা উল্লেখ করা হয়নি।

তবে প্রতিবেদন অনুযায়ী, এই অ্যাকশন বাটনটি ব্যবহার করে যে সম্ভাব্য ফাংশনগুলি নিয়ন্ত্রণ করা যেতে পারে তার মধ্যে রয়েছে, রিং/সাইলেন্ট, ডু নট ডিসটার্ব, ফ্ল্যাশলাইট, লো পাওয়ার মোড, লাইট/ডার্ক মোড, লক রোটেশন, হোম স্ক্রিন দেখানো, লক স্ক্রিন দেখানো, কন্ট্রোল সেন্টার খোলা, নোটিফিকেশন সেন্টার খোলা, ক্যামেরা খোলা, স্ক্রিনশট নেওয়া, স্ক্রিন রেকর্ডিং, শর্টকাট চালানো, রিচেবিলিটি টগল করা, অ্যাপ সুইচার দেখানো, অ্যাপ লাইব্রেরি দেখানো, শাজাম, ভয়েসওভার, ম্যাগনিফায়ার এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডস দেখানো।