চিরাচরিত রেড কালারে পাওয়া যাবে না iPhone 15 Pro সিরিজ? নতুন চারটি কালারের মধ্যে কি কি থাকছে

অ্যাপল (Apple) তাদের আসন্ন iPhone 15 সিরিজটি আগামী সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে পূর্বসূরির মতোই iPhone 15, iPhone 15 Plus, iPhone…

অ্যাপল (Apple) তাদের আসন্ন iPhone 15 সিরিজটি আগামী সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে পূর্বসূরির মতোই iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Plus – এই চারটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। বিগত কয়েক মাস ধরেই অ্যাপলের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনগুলির সম্পর্কে বহু তথ্য সামনে এসেছে। আর এখন এক টিপস্টার দাবি করেছেন যে, iPhone 15 সিরিজের Pro মডেলগুলি চারটি কালার ভ্যারিয়েন্টে বাজারে আত্মপ্রকাশ করবে। কিন্তু এই রঙের বিকল্পগুলির মধ্যে কোনোটিই লাল নয়। চলতি বছর iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর নতুন কালারের মধ্যে রেড অপশনটি না থাকার খবরটি আশ্চর্যজনক, কারণ iPhone 15 Pro-এর কিছু ফাঁস হওয়া রেন্ডারে এটিকে গাঢ় লাল রঙের ব্যাক প্যানেলের সাথে দেখা গিয়েছিল।

iPhone 15 Pro সিরিজে ডার্ক রেড কালার অপশন থাকবে না

একজন টিপস্টারের টুইটের ভিত্তিতে ফোর্বস তাদের প্রতিবেদনে জানিয়েছ, আইফোন ১৫ প্রো সিরিজের হ্যান্ডসেটগুলি চারটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া গেলেও তার মধ্যে লাল রঙ অন্তর্ভুক্ত নেই। এর অর্থ হতে পারে, অ্যাপল সম্ভবত আর তাদের আইকনিক ‘(PRODUCT) Red’ মডেলগুলি অফার করবে না৷ মার্কিন প্রযুক্তি সংস্থাটি গত ১৬ বছর ধরে একটি দাতব্য সংস্থার সাথে যৌথভাবে কাজ করেছে। ওই চ্যারিটি আফ্রিকার আটটি দেশে এইচআইভি/এইডস নির্মূলে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করে। আর লাল রঙের বিকল্পটি কিনলে, সেই অর্থের একটি অংশ ওই তহবিলে জমা পড়ে।

তবে টিপস্টার কখনই আগের প্রোডাক্ট (লাল) ভ্যারিয়েন্টের কথা তার টুইটে বলেননি। আসলে এক ব্যক্তি টুইটারে আইফোন ১৫ প্রো-এর কালার ভ্যারিয়েন্ট সম্পর্কে জানতে চাইলে ওই টিপস্টার তার উত্তরে জানান যে, এটি চারটি রঙে পাওয়া যাবে। তবে তাদের কোনোটিই লাল নয়। তার এই বক্তব্যটি চারটি রঙের ওপর ফোকাস করে, যা অ্যাপল প্রতি বছর আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্স-এর জন্য অফার করে। এর মধ্যে তিনটি হল গোল্ড, সিলভার এবং স্পেস ব্ল্যাক, আর প্রতি বছরই একটি নতুন চতুর্থ কালার অপশন যুক্ত হয়। আর সেই রঙটি এবছর ডার্ক রেড হওয়ার কথা ছিল।

তবে, টিপস্টার সেই সম্ভাবনাকে নাকচ করেছেন। কিন্তু, আইফোন ১৫ প্রো- আগের মতো ‘(প্রোডাক্ট) রেড’ কালারে পাওয়া যাবে না তা তিনি বলেননি। এটি একটি পঞ্চম বিকল্প হিসাবে আসবে, অর্থাৎ যে মন্তব্যটি টিপস্টার করেছেন, তার সাথে (প্রোডাক্ট) রেড-এর কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, এই বছর আসন্ন চারটি iPhone 15 মডেলেই ডায়নামিক আইল্যান্ড, রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং ইউএসবি-সি পোর্ট অফার করবে। iPhone 15 এবং iPhone 15 Plus একই ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এ১৬ বায়োনিক চিপসেট দ্বারা চালিত হবে, যা বর্তমানে iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-কে শক্তি দেয়। অন্যদিকে, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max আবার ৩ ন্যানোমিটার প্রসেসিং নোডে প্রস্তুত এ১৭ বায়োনিক প্রসেসরের সাথে আসবে, যা এই বছরে স্মার্টফোনে পাওয়া ৩ ন্যানোমিটার প্রসেস নোডে নির্মিত একমাত্র অ্যাপ্লিকেশন চিপসেট হবে।