এবার ভারত সহ বিশ্ববাসী কিনবে মেড ইন ইন্ডিয়া iPhone 15, শুরু হচ্ছে উৎপাদন

আজই সকালে জানা গিয়েছিল যে, শীঘ্রই ভারতে তৈরি হবে Apple AirPods। এখন আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Apple-এর অন্যতম পার্টনার ফক্সকন শীঘ্রই…

আজই সকালে জানা গিয়েছিল যে, শীঘ্রই ভারতে তৈরি হবে Apple AirPods। এখন আবার নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Apple-এর অন্যতম পার্টনার ফক্সকন শীঘ্রই তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুর প্লান্টে আসন্ন iPhone 15 মডেল তৈরি করা শুরু করবে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে, ফক্সকন ছাড়াও শীঘ্রই ভারতের বেঙ্গালুরুতে স্থিত তাইওয়ানের উইস্ট্রন প্লান্টে পেগাট্রন এবং টাটা গ্রুপ একসাথে iPhone 15 তৈরি করতে পারে।

iPhone 14 লঞ্চ হওয়ার প্রায় তিন মাস পর ভারতে তৈরি শুরু হয়

শুরুতে চীনা ফ্যাক্টরি থেকে আইফোন ১৪ এর শিপিং শুরু করার কয়েক সপ্তাহ পরে ফক্সকন টেকনোলজি গ্রুপ, শ্রীপেরাম্বুদুর প্লান্টে আইফোন ১৪ এর উৎপাদন শুরু করে।

সুতরাং, ‘Made in India’ লেখা আইফোন ১৫ কেনার জন্য আপনাকে এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। উল্লেখ্য, এই ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ ১২ই সেপ্টেম্বর।

Apple ধীরে ধীরে চীন থেকে iPhone এর প্রোডাকশন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে

আশা করা যায়, এই বছর iPhone প্রস্তুতকারক সংস্থাটি উপরিউক্ত ব্যবধানকে (তিন-চার মাস) আরো কমিয়ে আনার চেষ্টা করবে, কারণ কোম্পানিটি চীন থেকে তাদের প্রোডাকশন সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তবে তারা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কিনা সে বিষয়টি এখনো অনিশ্চিত। আর ভারতে iPhone 15-এর উৎপাদন নির্ভর করছে বাইরে থেকে আনা সরঞ্জাম এবং ফক্সকনের চেন্নাই-এর কারখানার কার্যক্ষমতার উপর।

উল্লেখ্য, Apple তাদের ব্যবসায় বৈচিত্র আনার জন্য চীন থেকে তার প্রোডাকশন সরিয়ে অন্যত্র নিয়ে যেতে চাইছে। আমেরিকা ও চীনের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্কের কারণে সাপ্লাই চেইনে যে সমস্যা দেখা দিয়েছে তার সমাধানে সংস্থাটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।