iPhone 15 সিরিজে ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার, থাকবে স্ন্যাপড্রাগন চিপ

বহু অ্যাপল (Apple)-অনুরাগীদের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তব রূপ পেতে চলেছে! হ্যাঁ ঠিকই ধরেছেন, মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল নিজস্ব লাইটনিং পোর্ট (Lighting Port)-এর পরিবর্তে এবার তাদের আসন্ন iPhone সিরিজে ব্যবহার করতে চলেছে ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট। খবরটি অবশ্য কিছুদিন আগে ব্লুমবার্গ (Bloomberg)-এর সাংবাদিক মার্ক গারম্যান প্রকাশ্যে এনেছিলেন। তিনি জানান যে, ইউরোপিয়ান ইউনিয়নের নয়া নিয়ম মেনে মার্কিন সংস্থাটি সম্ভবত আসন্ন iPhone মডেলগুলিতে একটি ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত করবে। অ্যাপল ২০২৪ সালের আগে ইউএসবি-সি পোর্ট যুক্ত iPhone 15 সিরিজটি লঞ্চ করবে বলেই আশা করা হয়। আবার, কোম্পানিটি এই বছরের শেষের দিকে ইউএসবি টাইপ-সি পোর্ট সহ একটি এন্ট্রি-লেভেল আইপ্যাডও প্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি এও জানা গেছে যে, কমপক্ষে আরও ২ বছরের জন্য, অর্থাৎ iPhone 15 এবং iPhone 16 সিরিজে অ্যাপল Qualcomm-এর Snapdragon 5G মডেমের ব্যবহার অব্যাহত রাখবে। চলুন এই দুটি বিষয়েই সবিস্তারে জেনে নেওয়া যাক।

Apple-এর পরবর্তী প্রজন্মের iPhone সিরিজে USB Type-C পোর্ট যুক্ত হলেও, আগের মতোই ব্যবহার করা হবে Snapdragon 5G মডেম

ইউরোপীয় ইউনিয়ন (EU) আন্তঃপরিচালনযোগ্যতা এবং পরিবেশগত দায়িত্বের স্বার্থে গত পাঁচ বছর ধরে ইউএসবি-সি পোর্টকে স্ট্যান্ডার্ডাইজ বা মানোপযোগী করার জন্য ইলেক্ট্রনিক্স নির্মাতাদের উৎসাহিত করছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালের মধ্যে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইসগুলিতে ইউএসবি টাইপ-সি-এর ব্যবহার বাধ্যতামূলক করে একটি আইন পাস করেছে৷ এর মধ্যে শুধু স্মার্টফোনই সীমাবদ্ধ নেই, তার পাশাপাশি ট্যাবলেট, ক্যামেরা, হেডফোন/হেডসেট ই-রিডার্স, কীবোর্ড, মোবাইল নেভিগেশন সিস্টেম/স্পিকার এবং পোর্টেবল গেম কনসোল/স্পিকার- সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে। একই নিয়ম ল্যাপটপের জন্যও প্রযোজ্য কিন্তু এর সময়সীমা হল ২০২৬ সালের বসন্তকাল পর্যন্ত। এই আইনের ফলে স্বাভাবিকভাবে অ্যাপলকেও তাদের লাইটনিং পোর্ট ছেড়ে ইউএসবি টাইপ-সি পোর্টকে আপন করে নিতে হবে। তাই আশা করা যায়, ২০২৩ সালে লঞ্চ হতে চলা আইফোন ১৫ সিরিজটি ইউএসবি-সি পোর্টের সাথে বাজারে উপলব্ধ হবে।

প্রসঙ্গত মার্ক গারম্যানের জানিয়েছেন যে, অ্যাপল আগামী বছর ইউএসবি-সি যুক্ত আইফোন এবং আইপ্যাড-এর পাশাপাশি একটি নতুন আইম্যাক এবং ম্যাক প্রো অফার করবে। দ্বিতীয়টি শেষ পর্যন্ত অ্যাপলের কম্পিউটার লাইনআপটি সম্পূর্ন করবে এবং বর্তমানে উপলব্ধ ২৪ ইঞ্চির আইম্যাক এবং ম্যাক স্টুডিওর মধ্যে পারফরম্যান্সের ক্ষেত্রে ব্যবধান পূরণ করবে। এছাড়াও, অ্যাপল ওয়াচকে ইউরোপীয় ইউনিয়নে পাস করা নতুন নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা নিশ্চিত করে যে অ্যাপলের ডিভাইসে ওয়্যারলেস ম্যাগসেফ (Magsafe) সাপোর্ট অব্যাহত থাকবে।

এদিকে, অ্যাপল এমন একটি কোম্পানি যারা নিজেরাই সবকিছু করতে পছন্দ করে। সংস্থাটি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করে, তারা তাদের নিজস্ব ফোন ডিজাইন করে, এমনকি তাদের নিজস্ব চিপসেটও রয়েছে যা বায়োনিক (Bionic) চিপ হিসেবে পরিচিত। কিন্তু তারপরও, অ্যাপল কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য সংস্থার উপাদান বা কম্পোনেন্টগুলিও ব্যবহার করে থাকে। উদাহরণস্বরূপ, তারা তাদের স্মার্টফোন তৈরিতে যে স্ক্রিনগুলি ব্যবহার করে, তা স্বনির্মিত নয়। চীনা প্রস্তুতকারক বিওই (BOE) বা এলজি ইলেকট্রনিক্স (LG Electronics) এবং কখনও কখনও স্যামসাং (Samsung)-এর মতো কোম্পানিগুলি তাদের স্ক্রিন সরবরাহ করে। ডিসপ্লে প্যানেল ছাড়াও, তারা যে ৫জি চিপগুলি ব্যবহার করে, তার উপাদানগুলিও চিপসেট প্রস্তুতকারী সংস্থা কোয়ালকম (Qualcomm)-এর। অ্যাপলের লেটেস্ট iPhone 14 সিরিজটি ৫জি কানেক্টিভিটি অ্যাক্সেস করতে কোয়ালকম চিপ ব্যবহার করে থাকে। বর্তমানে, iPhone 14 সিরিজ স্ন্যাপড্রাগন এক্স৬৫ মডেম ব্যবহার করে। তবে জানা গেছে, অ্যাপল খুব শীঘ্রই কোয়ালকমের মডেমগুলি বাদ দিয়ে তাদের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটে নিজস্ব ৫জি চিপ ব্যবহার করা শুরু করবে এবং ইতিমধ্যেই এগুলির ওপর কাজ করতেও শুরু করে দিয়েছে।

উল্লেখ্য, অ্যাপল তাদের ৫জি মডেমটি এবছরের প্রথম দিকেই প্রস্তুত হয়ে যাবে বলে প্রত্যাশা করেছিল। তবে বর্তমানে দেখা যাচ্ছে, কোম্পানির প্রত্যাশার চেয়ে আরও বেশি কাজ বাকি রয়েছে। যার অর্থ, কোয়ালকম এখনও অ্যাপলের ৫জি চিপ সরবরাহকারী হিসেবে কাজ করে যাবে। মনে করা হচ্ছে, অ্যাপল কমপক্ষে আরও ২ বছরের জন্য স্ন্যাপড্রাগন ৫জি মডেম ব্যবহার করবে। অর্থাৎ , iPhone 15 এবং iPhone 16 সিরিজের ডিভাইসগুলিতেও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৫জি মডেমই অন্তর্ভুক্ত থাকবে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
Tech Gup Desk

Recent Posts

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

43 mins ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

2 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

3 hours ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

3 hours ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

4 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

4 hours ago