তেইশের শেষবেলা কাঁপাবে Realme GT 5 Pro, OnePlus 12 ও Redmi K70 সিরিজের পর লঞ্চ

Realme GT 5 Pro নিয়ে ইদানিং স্মার্টফোন মহলে ব্যাপক জল্পনা চলছে। এটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ফোনটি আনটুটু (AnTuTu) এবং চীনের টেনা (TENAA) সাইটে দেখা গিয়েছে৷ উত্তেজনা বাড়িয়ে এখন এক পরিচিত টিপস্টার দাবি করেছেন, এটি চলতি বছরের শেষের দিকে চীনে লঞ্চ হতে পারে।

Realme GT 5 Pro-এর লঞ্চ টাইমলাইন ফাঁস

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার রিপোর্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর যুক্ত স্মার্টফোনগুলি আসার সম্ভাব্য ক্রমতালিকা প্রকাশ করেছেন। তার দাবি, সবার প্রথমে আইকো ১২ সিরিজ ৭ নভেম্বরে লঞ্চ হবে, তারপর ওয়ানপ্লাস ১২ বাজারে আসবে৷ টিপস্টার আগে জানিয়েছিলেন যে, ওয়ানপ্লাস ১২ চলতি মাসে, অর্থাৎ নভেম্বরে আত্মপ্রকাশ করবে৷

ওয়ানপ্লাস ১২-এর পরপরই, রেডমি কে৭০ সিরিজের আগমন দেখা যাবে। অনুমান করা হচ্ছে যে, স্ট্যান্ডার্ড রেডমি কে৭০ এবং রেডমি কে৭০ প্রো – উভয়ই চলতি বছরের ডিসেম্বরে চীনে আত্মপ্রকাশ করবে। আর, রিয়েলমি বছরের একদম শেষে জিটি ৫ প্রো লঞ্চের ঘোষণা করতে পারে।

Realme GT 5 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Realme GT 5 Pro মডেলটি ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন সহ আসতে পারে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হবে এতে। Realme GT 5 Pro অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে রান করবে।

Realme GT 5 Pro-এর সর্বোচ্চ মডেলটি ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফসি ৪.০ স্টোরেজ অফার করবে। ফটোগ্রাফির জন্য, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ নতুন Sony LYT-T808 প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের OmniVision OV08D10 আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ৫০ মেগাপিক্সেলের IMX089 পেরিস্কোপ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, সেলফির জন্য, ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT 5 Pro শক্তিশালী ৫,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে৷