দামী বাইক নাকি iPhone 15 Ultra? অ্যাপলের সবচেয়ে ব্যয়বহুল ফোনের দাম সামনে আসতেই ধন্ধে অনেকে

টেক জায়ান্ট অ্যাপল (Apple) প্রত্যেক বছরের দ্বিতীয়ার্ধে তাদের নয়া আইফোন সিরিজের ঘোষণা করে থাকে। চলতি বছরে যথাসময়ে ১৪তম প্রজন্মের আইফোন লাইনআপ বাজারে এসেছে। আর এরপর থেকে আগামী বছরে আসন্ন iPhone 15 সিরিজকে ঘিরে নানা গুঞ্জন ইন্টারনেটে ফাঁস হচ্ছে। যেমন হালফিলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপল ২০২৩ সালের সেপ্টেম্বরে iPhone 15 Ultra নামক একটি প্রিমিয়াম হ্যান্ডসেট লঞ্চ করতে পারে। আর এটি কেনার জন্য আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) মডেলের বিক্রয় মূল্যের থেকে ২০০ ডলার অধিক অর্থাৎ প্রায় ১৬,৫০০ টাকা বেশি খরচ করতে হবে ভারতবাসীকে। অতএব হিসাব করলে দেখা যাবে একটি দামি মোটরবাইকের প্রায় সমান দামে আত্মপ্রকাশ করতে পারে আইফোন ১৫ সিরিজের উক্ত হাই-এন্ড মডেলটি। এক্ষেত্রে কোন বিশেষত্বের জন্য পূর্বসূরির তুলনায় এতটা ব্যয়বহুল হবে আসন্ন আইফোন ১৫ আল্ট্রা, চলুন সেই কারণ সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

Apple iPhone 15 Ultra মডেলের দাম রাখা হতে পারে প্রায় ১.৫ লাখ

ফোর্বস তাদের একটি সাম্প্রতিক রিপোর্টে এক জনপ্রিয় লিকস্টারের বিবৃতি উল্লেখ করে দাবি করেছে, অ্যাপলের আসন্ন আইফোন ১৫ আল্ট্রা মডেলটি এযাবৎ লঞ্চ হওয়া আইফোনগুলির তুলনায় অধিক ব্যয়বহুল হতে পারে। এক্ষেত্রে আলোচ্য ফোনটির বেস মডেল ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে, যার দাম সামনে আসেনি। তবে জানা যাচ্ছে, এই ফোনের টপ-স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১ টেরাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ অফার করবে এবং এর দাম রাখা হতে পারে অনুমানিক ১,৪৮,০০০ টাকা।

USB Type-C পোর্টের সাথে আসা Apple-এর প্রথম ফোন হবে iPhone 15 Ultra

অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও (Ming-Chi Kuo) হালফিলে আরেকটি উল্লেখযোগ্য তথ্য শেয়ার করেছেন অনলাইনে। তিনি জানিয়েছেন যে, আইফোন ১৫ আল্ট্রা হবে অ্যাপলের প্রথম ইউএসবি টাইপ-সি পোর্ট সহ আসা আইফোন মডেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, সম্প্রতি ইউরোপীয় কমিশনের “সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটের জন্য একই চার্জিং পোর্ট ব্যবহার করার” আদেশে সম্মত হয়েছে অ্যাপল। তাই হয়তো আগামী বছরে লঞ্চের মুখ দেখতে চলা আইফোন ১৫ সিরিজ অন্তর্ভুক্ত মডেলগুলির চার্জিং পোর্টে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এমনকি টিম কুকের সংস্থাটি, ভারতে বিক্রি হওয়া তাদের যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেটের জন্য অনুরূপ চার্জিং পোর্ট ব্যবহার করার কথা বিবেচনা করছে বলেও অনুমান করা হচ্ছে।

কোন বিশেষত্বের কারণে এত ব্যয়বহুল হবে Apple iPhone 15 Ultra?

যেহেতু আইফোন ১৫ আল্ট্রা একটি হাই-এন্ড ফোন হবে, সেহেতু অন্যান্য বিদ্যমান আইফোন মডেলের তুলনায় এর দাম এমনিতেই বেশি রাখা হবে। আর অধিক বিক্রয় মূল্য হওয়ার অপর একটি কারণ ইউএসবি টাইপ-সি পোর্টের উপস্থিতিও হতে পারে, যা আগামী বছরে আগত আইফোনের ক্ষেত্রে একটি প্রিমিয়াম বৈশিষ্ট্য হিসাবে ধরা হচ্ছে। প্রসঙ্গত ইউএসবি টাইপ-সি পোর্ট, ইউএসবি ৩.২ বা থান্ডারবোল্ট ৩ পোর্টের চেয়ে দ্রুত ব্যাটারি চার্জ করতে সক্ষম হবে। ফলে ইউজাররা আলোচ্য ডিভাইসে ফাস্ট চার্জিং ফিচারের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন।