সুখবর, ভারতে তৈরি হবে iPhone 15, কম দামে পাওয়া যাবে আইফোন? জেনে নিন

মেড ইন ইন্ডিয়া' iPhone 15 মডেলকে কি সস্তায় বিক্রি করবে Apple

টেক জায়ান্ট Apple -এর নজরে এখন বিশ্বের দ্বিতীয় বড় স্মার্টফোন বাজার ভারত। কেননা উচ্চ বিক্রয় মূল্যের সাথে আসা সত্ত্বেও আইফোন ডিভাইসগুলি বিগত দু’বছরের মধ্যে ভারতে খুবই ভালো পারফর্ম করেছে। আর এই সাফল্য দেখেই মনে হয়, টিম কুকের সংস্থাটি তাদের লেটেস্ট আইফোনগুলিকে স্থানীয়ভাবে উৎপাদন করার প্রতি আগ্রহ দেখাচ্ছে। হালফিলে খবর মিলেছে, আসন্ন iPhone 15 মডেলকে এদেশে তৈরি করার এবং এখান থেকেই রপ্তানি করার পরিকল্পনা করছে Apple। উল্লেখ্য, টেক জায়ান্টটি ইতিমধ্যেই ভারতে একাধিক আইফোন ডিভাইস এবং এয়ারপড তৈরি করেছে। কিন্তু এই প্রথমবার সংস্থাটি তাদের কোনো লেটেস্ট আইফোন মডেলের শিপমেন্ট ভারত থেকে পরিচালনা করার বিষয় আগ্রহ প্রকাশ করেছে।

এক্ষেত্রে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, কুপারটিনো-ভিত্তিক টেক জায়ান্টটি ভারতে তাদের ডিভাইসগুলির উৎপাদন বাড়াতে ইচ্ছুক এবং বিপরীতে চীন থেকে তাদের সাপ্লাই চেন ধীরে ধীরে সরিয়ে আনতে চাইছে। ব্লুমবার্গের (Bloomberg) একটি লেটেস্ট রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপল ইতিমধ্যেই ভারতে আইফোন ১৫ মডেলটির জন্য কেসিং তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই দায়িত্বে আছে স্থানীয় সরবরাহকারী সংস্থা ‘জাবিল’ (Jabil), যারা ইতিমধ্যেই দেশে অ্যাপল এয়ারপড অ্যাসেম্বল করার কাজে বহাল আছে।

এমনকি জানা যাচ্ছে, অ্যাপল অদূর ভবিষ্যতে ভারতে নিজস্ব স্টাইলাস পেন্সিল তৈরি করার পরিকল্পনাও করছে। যদিও – আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) মডেলগুলিকে আপাতত শুধুমাত্র চীনেই উৎপাদন করা হবে। এ সম্পর্কে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপল কয়েকটি ভারতীয় সরবরাহকারী সংস্থার মান (কোয়ালিটি কন্ট্রোল ইস্যু) নিয়ে সন্তুষ্ট নয় এবং তাই জন্য আলোচ্য লাইনআপের প্রত্যেকটি মডেল এবং কালার বিকল্পগুলিকে ভারতে উৎপাদিত করা সম্ভব হচ্ছে না।

আগেই বলেছি, অ্যাপল বহু দিন ধরে ভারতে আইফোন অ্যাসেম্বল করার কাজ করছে। তবে মাত্র কয়েক মাস আগে এদেশে নতুন ডিভাইসগুলির প্রোডাকশন বা উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা মূলত চীনে করা হত। যেহেতু বর্তমানে সংস্থাটি একটি মাত্র উৎপাদন কেন্দ্রের উপর নির্ভর করে থাকতে চাইছে না, তাই বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রোডাকশন ইউনিট স্থানান্তরিত করার মাধ্যমে ব্যবসা বৃদ্ধির উদ্দেশ্যে টেক জায়ান্টটি ভারতেও উৎপাদনের কাজ শুরু করেছে বলে আমাদের অনুমান।

‘মেড ইন ইন্ডিয়া’ iPhone 15 মডেলকে কি সস্তায় বিক্রি করবে Apple

iPhone 15 ভারতে তৈরি করা হচ্ছে মানে কি ডিভাইসটির দাম পূর্বসূরী iPhone 14 -এর থেকেও কম রাখা হবে? এই প্রশ্ন আপনাদের অনেকের মনেই জগতে পারে। জানিয়ে রাখি, এদেশে আলোচ্য ডিভাইসকে তৈরি করার অর্থ এই নয় যে এটিকে কম দামে বিক্রি করা হবে। তবে হ্যাঁ, Apple হয়তো অনলাইন প্ল্যাটফর্ম বা তাদের স্টোরের মাধ্যমে নয়া মডেলগুলি কিনলে কিছু পরিমাণ ছাড় দেবে। যদিও এটা আমাদের অনুমান মাত্র। ডিসকাউন্ট দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে এখনও জানা যায়নি।