Apple iPhone 16 Series Camera Design

iPhone 16 সিরিজের ক্যামেরা ডিজাইন বদলাচ্ছে Apple, কেমন দেখতে হবে

আসন্ন iPhone 15 সিরিজ লঞ্চ হতে এখনো দীর্ঘ সময় বাকি। তবে তার আগেই ২০২৪ সালে আত্মপ্রকাশ করতে চলা iPhone 16 লাইনআপ নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি ১৬তম প্রজন্মের আইফোন সিরিজের হাই-এন্ড মডেলগুলি কিরকম ক্যামেরা লেন্স সহ আসবে সেই তথ্য আমরা জানতে পেরেছিলাম। আর আজ iPhone 16 সিরিজের ‘Pro’ মডেলগুলি আসন্ন iPhone 15 সিরিজের চেয়ে বড় ডিসপ্লের সাথে লঞ্চ হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া iPhone 16 -এর ডিজাইন সম্পর্কেও ধারণা পাওয়া গেছে।

জানা গেছে, আগামী বছরে আসন্ন আইফোন লাইনআপের বেস মডেলগুলি iPhone 12 এর মতো ক্যামেরা মডিউল ডিজাইন অফার করবে। ফলে সিরিজের নন-প্রো মডেলগুলির পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২০২৪ সালে আত্মপ্রকাশ করতে চলা আইফোনের ফর্ম ফ্যাক্টর এবং পরিমাপে বিশেষ কোনও বড় পরিবর্তন আনবে না Apple, এমনটাই মনে হচ্ছে।

টিপস্টার আননোনজ২১ (Unknownz21) তার একটি লেটেস্ট রিপোর্টে জানিয়েছেন, iPhone 15 মডেলে তির্যক আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে। কিন্তু আইফোন ১৬ মডেলে দেওয়া হতে পারে একটি উল্লম্ব ক্যামেরা লেআউট। যাতে Apple iPhone 12 মডেলের ন্যায় দুটি ক্যামেরা সেন্সর বিদ্যমান থাকবে। এই সেন্সরগুলি লম্বালম্বিভাবে অবস্থান করবে এবং সেন্সর-দ্বয়ের ঠিক পাশেই LED ফ্ল্যাশ থাকতে পারে।

অবগতির জন্য জানিয়ে রাখি, Apple তাদের iPhone 13 সিরিজের নন-প্রো মডেলগুলির জন্য সর্বপ্রথম তির্যক ক্যামেরা সেন্সর লেআউটে স্যুইচ করেছিল। তারপর থেকে পরবর্তী-প্রজন্মের সিরিজের নন-প্রো মডেলগুলির ক্যামেরা মডিউলের ডিজাইন একই রকম রেখে দেওয়া হয়েছে। ফলে সম্ভাবনা আছে অ্যাপল তাদের আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস মডেল দুটিতেও অনুরূপ ডিজাইন অফার করবে।

এদিকে টিপস্টারের দাবি অনুসারে, আগামী বছরে আসন্ন আইফোন ১৬ সিরিজে তির্যকের পরিবর্তে উল্লম্ব সেন্সর মডিউল দেওয়ার কারণে মডেলগুলিকে পূর্বসূরিদের থেকে স্বতন্ত্রভাবে চেনা যাবে এবং “লেটেস্ট মডেল হিসাবে স্বীকৃত” করে তুলবে। যদিও ক্যামেরা লেআউটের এই ডিজাইনগত পরিবর্তনটি শুধুমাত্র নান্দনিক কারণে, নাকি অভ্যন্তরীণ হার্ডওয়্যারের পরিবর্তনের কারণে করা হবে তা এই মুহুর্তে জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত আইফোন ১৩ লঞ্চ করার সময়ে অ্যাপল জানিয়েছিল যে, অধিক উন্নত ডুয়েল-ক্যামেরা সিস্টেম এবং আরো ভালো শুটিং অ্যাঙ্গেল অফার করার জন্য ক্যামেরা মডিউলের ডিজাইন পরিবর্তন করে তির্যক করে দেওয়া হয়েছে। ফলে আইফোন ১৬ সিরিজের ক্ষেত্রেও অনুরূপ কারণবশত মডিউলের ডিজাইন পাল্টানো হতে পারে।

যাইহোক টিপস্টার তার রিপোর্টে আরো যোগ করেছেন যে, আসন্ন মডেলগুলির জন্য বর্তমানে আইফোন ১২-স্টাইলের রিয়ার প্যানেল ডিজাইন পরীক্ষা করা হচ্ছে। যদিও প্রায় একই লেআউট সহ আরেকটি ডিজাইনও ব্যাকআপে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে একটা বিষয় স্পষ্ট যে, আইফোন ১৬ সিরিজের ভ্যানিলা মডেলের ডিজাইন পরিবর্তন করা হলে, ‘প্লাস’ মডেলটিও এক সমান নতুন ডিজাইন সহ আসবে।

আর আপকামিং Apple iPhone 16 এবং 16 Plus মডেল দুটি ডায়নামিক আইল্যান্ড ফিচার সহ আসবে বলে উল্লেখ আছে রিপোর্টে। এক্ষেত্রে আইফোন ১৫ সিরিজেও এই একই বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। জানিয়ে রাখি, অ্যাপল গত বছর আইফোন ১৪ প্রো মডেলগুলির সাথে প্রথমবারের জন্য পিল-আকৃতির নচ প্রবর্তন করেছিল, যা ডায়নামিক আইল্যান্ড নামে পরিচিত। এই বৈশিষ্ট্যটি ডিভাইসে নোটিফিকেশন এলে ইউজারকে জানিয়ে দেয়।