Categories: Mobiles

অবশেষে ডিজাইনে পরিবর্তন, কেমন দেখতে হবে iPhone 16 ও iPhone 16 Pro

প্রত্যেক বছরের মতো 2024 সালের সেপ্টেম্বরেও সম্ভবত নতুন লাইনআপের ঘোষণা করতে চলেছে Apple। ইতিমধ্যেই iPhone 16 সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। সম্প্রতি সিরিজটির ‘কম্পিউটার এইডেড ডিজাইন’ (CAD) রেন্ডার এবং কেসের ছবি অনলাইনে প্রকাশিত হয়েছিল। আজ আবার Apple iPhone 16 এবং iPhone 16 Pro মডেলগুলির ডামি ইউনিটের ছবি অনলাইনে ফাঁস হল। এগুলি অফিসিয়াল কেস ম্যানুফ্যাকচারিং সংস্থা দ্বারা ব্যবহৃত বলে দাবি করা হয়েছে। আর সদ্য সামনে আসা ছবিগুলি আপকামিং ফোন চারটির ডিজাইন কেমন হবে তার স্পষ্ট ধারণা দিয়েছে।

Apple iPhone 16 সিরিজের ডামি ইউনিটের ছবি ভাইরাল হল ইন্টারনেটে

টিপস্টার সনি ডিকসন (Sonny Dickson) সম্প্রতি X প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে আইফোন 16 লাইনআপের অধীনে আসন্ন চারটি মডেলের ডামি ইউনিট নজরে পড়েছে। যা দেখে মনে হচ্ছে, উত্তরসূরি মডেলগুলি ডিজাইনের নিরিখে পূর্বসূরি আইফোন 15 সিরিজের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন অফার করতে চলেছে। যেমন এই বছরের আইফোন মডেলগুলির ক্যামেরা মডিউল তির্যক থেকে উল্লম্ব সেটআপে স্যুইচ করা হবে হয়তো৷ এক্ষেত্রে আসন্ন হ্যান্ডসেটে ভিশন প্রো -এর মাধ্যমে স্প্যাটিকাল ভিডিও রেকর্ডিং সক্ষম করার উদ্দেশ্যে এই পরিবর্তন নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে৷

উপরন্তু ছবিগুলিতে দেখা গেছে, লাইনআপের প্রো এবং নন-প্রো প্রত্যেকটি মডেলেই অ্যাকশন বাটন দেওয়া হবে। জানিয়ে রাখি, গত বছর পর্যন্ত এটি শুধুমাত্র ‘প্রো’ আইফোনগুলির জন্য উপলব্ধ ছিল।

এদিকে ডামি ইউনিটে ডিভাইসগুলির ডান প্রান্ত নতুন ক্যাপচার বাটন দেখা গেছে। এই বিশেষ বাটনটি জেসচার-ভিত্তিক জুম নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করবে জানা যাচ্ছে। এছাড়া সদ্য প্রকাশ্যে আসা ডামি ইউনিটের ছবি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, লেটেস্ট Apple iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max মডেল দুটি আকারে বেস iPhone 16 ও iPhone 16 Plus ভ্যারিয়েন্টের চেয়ে কিছুটা বড় হবে।

প্রসঙ্গত হালফিলে একটি রিপোর্টে দাবি করা হয় যে, ‘Pro’ এবং ‘Pro Max’ ফোন দুটি যথাক্রমে 6.3-ইঞ্চি ও 6.9-ইঞ্চি ডিসপ্লে সাইজ অফার করবে। অর্থাৎ পূর্বসূরির থেকেও উত্তরসূরি ‘Pro ভ্যারিয়েন্টগুলির ডিসপ্লে বড় থাকবে। যদিও বিষয়টি সম্পর্কে এই মুহূর্তেই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

10 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

54 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago