Mobiles

iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max এর দাম সহ ফিচার লঞ্চের আগেই ফাঁস

আপনি যদি iPhone 16 সিরিজের ফোন কেনার কথা ভেবে থাকেন সুখবর। লঞ্চের আগেই আজ iPhone 16 সিরিজের বিভিন্ন মডেলের দাম সামনে এসেছে। জানা গেছে আসন্ন স্মার্টফোনগুলির দাম বাড়ছে না। উল্লেখ্য আগামী মাসে অ্যাপলের নতুন স্মার্টফোন সিরিজ বাজারে আসার কথা। এই সিরিজে চারটি মডেল থাকবে- iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max। আসুন এদের দাম কত রাখা হবে জেনে নেওয়া যাক।

iPhone 16 সিরিজের দাম

অ্যাপল হাব এক্স-এ পোস্ট করে আইফোন 16 সিরিজের বিভিন্ন মডেলের ছবি, স্পেসিফিকেশন ও দাম শেয়ার করেছে। পোস্ট অনুসারে, 128 জিবি স্টোরেজ সহ বেস মডেলে আইফোন 16 এর দাম 799 ডলার (প্রায় 67,100 টাকা) রাখা হবে। আর আইফোন 16 প্লাসের প্রাথমিক দাম 899 ডলার (প্রায় 75,500 টাকা) থাকবে।

এদিকে iPhone 16 Pro এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে 1,099 ডলার (প্রায় 92,300 টাকা), এবং iPhone 16 Pro Max ফোনের 256 জিবি স্টোরেজের দাম থাকবে 1,199 ডলার (প্রায় 1,00,700 টাকা)। এক্স পোস্ট অনুসারে, স্ট্যান্ডার্ড মডেলটি 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। প্রো মডেলগুলি 512 জিবি এবং 1 টিবি ভ্যারিয়েন্টে বিক্রি হবে।

iPhone 16 ও iPhone 16 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

রিপোর্ট অনুসারে, আইফোন 16 এবং আইফোন 16 প্লাস উভয়ই অ্যাপলের এ18 চিপসেট সহ আসবে। দুটি আইফোনেই অ্যালুমিনিয়াম ডিজাইন দেখা যাবে। স্ট্যান্ডার্ড মডেলটিতে 6.1-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যেখানে প্লাস মডেলে পাওয়া যাবে 6.7-ইঞ্চি ডিসপ্লে এবং উভয়েরই 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। দাবি করা হয়েছে যে দুটি মডেলই 2x অপটিক্যাল জুম, 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ওয়াই-ফাই 6ই সাপোর্ট থাকবে। স্ট্যান্ডার্ড মডেলটিতে 3561 এমএএইচ ব্যাটারি এবং আইফোন 16 প্লাস মডেলে 4006 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে

iPhone 16 Pro ও 16 Pro Max এর ফিচার ও স্পেসিফিকেশন

আইফোন 16 প্রো স্মার্টফোনে 6.3 ইঞ্চি স্ক্রিন থাকবে এবং প্রো ম্যাক্স মডেলে দেখা যাবে 6.96 ইঞ্চি স্ক্রিন। উভয়েই 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট পাবেন। দুটি মডেলেই থাকবে টাইটানিয়াম ডিজাইন। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছিল, প্রো ম্যাক্স মডেলে ইন্ডাস্ট্রির সবচেয়ে পাতলা ডিসপ্লে বেজেল থাকবে। অ্যাপলের এ18 প্রো চিপসেট দুটি মডেলেই ব্যবহার করা হবে, এছাড়া উভয় মডেলেই অ্যাপল ইন্টেলিজেন্ট সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, iPhone 16 Pro ও 16 Pro Max মডেলে থাকবে 5এক্স অপটিক্যাল জুম, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আবার রিপোর্ট অনুযায়ী, আইফোন 16 প্রো তে 3355 এমএএইচ ব্যাটারি থাকবে, যেখানে প্রো ম্যাক্স মডেলটিতে 4676 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

45 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago