iPhone 16 Pro Max Dimensions Weight Bezels Specifications Leak

Samsung-কে পিছনে ফেলে সবচেয়ে সরু বেজেলের ফোন আনতে চলেছে Apple

iPhone 16 সিরিজটি আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল (Apple)। এই সিরিজে অন্তর্ভুক্ত থাকবে চারটি মডেল, তারমধ্যে Apple iPhone 16 Pro মডেলের বেজেলগুলি আগের প্রজন্মের হ্যান্ডসেটের তুলনায় আরও সরু হবে বলে অনুমান করা হচ্ছে। এমনকি এই ফোনে “বিশ্বের সবচেয়ে স্লিম বেজেল” থাকবে বলে দাবি করা হয়েছে, যা Samsung Galaxy S24 Ultra কেও পিছনে ফেলবে। এক টিপস্টার এখন Apple iPhone 16 Pro এবং Apple iPhone 16 Pro Max মডেলের পরিমাপ প্রকাশ করেছেন, যা ইঙ্গিত করছে ফোনগুলি আরও বড় হবে। সরু বেজেলগুলি অ্যাপলকে ফোনের সামগ্রিক আকারকে ব্যাপকভাবে না বাড়িয়ে একটি বড় স্ক্রিনের অভিজ্ঞতা দিতে সহায়তা করবে।

Apple iPhone 16 Pro এবং Apple iPhone 16 Pro Max মডেলের ডিজাইন

চীনা টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল দাবি করেছেন যে অ্যাপল আইফোন ১৬ প্রো ফোনের পরিমাপ হবে ১৪৯.৬ x ৭১.৪৫ x ৮.২৫ মিলিমিটার এবং ওজন ১৯৪ গ্রাম। তুলনামূলকভাবে দেখলে, গত বছরের আইফোন আইফোন ১৫ প্রো ফোনের পরিমাপ ১৪৬.৬ x ৭০.৬ x ৮.২৫ মিলিমিটার এবং ওজন ১৮৭ গ্রাম।

অন্যদিকে, অ্যাপল আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের পরিমাপ হবে ১৬৩.০২ x ৭৭.৫৮ x ৮.২৬ মিলিমিটার। আর গতবছরের আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের মাত্রা হল ১৫৯.৯ x ৭৬.৭ x ৮.২৫ মিলিমিটার। আসন্ন মডেলটি পূর্বসূরির ২২১ গ্রামের তুলনায় ২২৫ গ্রাম ওজনের সাথে সামান্য ভারী হবে। ফাঁস হওয়া পরিমাপগুলি নির্দেশ দেয় যে, আইফোন ১৬ প্রো ভ্যারিয়েন্টগুলি কিছুটা লম্বা, ভারী এবং প্রশস্ত হবে, তবে স্ক্রিনের বেজেলগুলি আরও স্লিম হয়ে উঠবে। এই দাবিটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে টিপস্টার আইস ইউনিভার্সও করেছেন।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, iPhone 16 Pro ফোনে ১.২ মিলিমিটারের বেজেল থাকবে, যেখানে iPhone 16 Pro Max ফোনের বেজেলগুলি ১.১৫ মিলিমিটারের হবে। এটি iPhone 15 Pro এর ১.৭১ মিলিমিটার পুরু বেজেলের থেকে একটি লক্ষণীয় পরিবর্তন হবে। প্রো মডেলগুলি Samsung Galaxy S24 কে ছাড়িয়ে “বিশ্বের সবচেয়ে সংকীর্ণ বেজেলের মোবাইল ফোন” হয়ে উঠতে পারে৷ এই আল্ট্রা স্লিম বেজেলগুলি অ্যাপলকে আসন্ন মডেলগুলির স্ক্রিনের আকার বাড়াতে সাহায্যে করবে। তাছাড়া, বেজেলের আকার কমানোর ফলে প্রিমিয়াম লুকের পাশাপাশি কন্টেন্টের জন্য আরও জায়গা তৈরি হবে।

Apple iPhone 16 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

iPhone 16 Pro-তে ৬.৩ ইঞ্চির স্ক্রিন থাকবে, যা পূর্বসূরির ৬.১ ইঞ্চির ডিসপ্লের থেকে বেশি। এদিকে, iPhone 16 Pro Max ৬.৯ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে, যা iPhone 15 Pro Max ফোনের ৬.৭ ইঞ্চির থেকে সামান্য বড়।

অ্যাপল আগামী সেপ্টেম্বরে iPhone 16 লাইনআপটি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। স্লিম বেজেল ছাড়াও, iPhone 16 Pro সিরিজের মডেলগুলিতে একটি নতুন ক্যাপাসিটিভ বাটন থাকার সম্ভাবনা রয়েছে। এগুলি Apple A18 Pro চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, রেগুলার iPhone 16 এবং iPhone 16 Plus মডেলগুলি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত A18 Bionic চিপ দ্বারা চালিত হবে বলে জানা গেছে।