Categories: Mobiles

আইফোনে এবার Android স্মার্টফোনের মতো ডিজাইন! এ বছর বড় চমক দিতে পারে Apple

iPhone 15 সিরিজ গত বছর সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল। ফলে তার উত্তরসূরি, iPhone 16 সিরিজ ডিজাইন এবং ফিচার্সে উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এই বছর সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ বিশ্ববাজারে আসবে বলে আশা করা যায়। আইফোন সিক্সটিন ক্যামেরা সেটআপের দিক থেকে পূর্বসূরি মডেলগুলির থেকে আলাদা হবে বলে শোনা যাচ্ছে। আর এখন এক সূত্রে জানা গেছে যে, iPhone 16 সিরিজে চিরাচরিত অনুভূমিক ক্যামেরা সেটআপের পরিবর্তে আরও সুবিন্যস্ত উল্লম্ব বিন্যাস দেখা যাবে। এই অ্যাডজাস্টমেন্ট শুধুমাত্র একটি মসৃণ, মিনিমালিস্ট অ্যাস্থেস্টিক প্রদান করবে না, তার পাশাপাশি সমসাময়িক অ্যান্ড্রয়েড ফোনের ডিজাইনের ধারার কাছাকাছি iPhone 16 সিরিজকে নিয়ে আসবে।

সামনে এল iPhone 16 মডেলের সম্ভাব্য ডিজাইন

টিপস্টার মাজিন বু দাবি করেছেন যে, অ্যাপল আইফোন ১৬ সিরিজের অধীনে পাঁচটি স্বতন্ত্র মডেল লঞ্চ করবে, যা বাজারের বিভিন্ন সেগমেন্টকে সমৃদ্ধ করবে। এই লাইনআপের মধ্যে থাকবে আইফোন ১৬ এসই, আইফোন ১৬ প্লাস এসই, আইফোন ১৬, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। এই সম্প্রসারণটি আইফোনের সাশ্রয়ী মূল্যের এসই লাইনআপটির বিস্তৃত আইফোন ১৬ পোর্টফোলিওতে কৌশলগতভাবে একত্রিত হওয়ার দিকে নির্দেশ করে। এটি দেখে মনে করা হচ্ছে যে, অ্যাপল বিভিন্ন প্রাইস সেগমেন্টের গ্রাহকদের কাছে আরও বিকল্প পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।

এন্ট্রি-লেভেল আইফোন ১৬ এসই এবং আইফোন ১৬ প্লাস এসই-তে ডায়নামিক অ্যাইল্যান্ড, সিঙ্গেল ক্যামেরা সেটআপ, ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে এবং কিছুটা কম ব্যাটারি ক্ষমতা থাকবে বলে আশা করা হচ্ছে। এই মডেলগুলি বাজেট-সচেতন মার্কেটকে লক্ষ্য করবে। এরপর আসবে স্ট্যান্ডার্ড আইফোন ১৬, যা ১২০ হার্টজ ডিসপ্লে, ডুয়েল-ক্যামেরা সিস্টেম এবং উন্নত ব্যাটারি লাইফ সহ ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করবে। এটি মিড-রেঞ্জের বাজারের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।

সিরিজের একদম শীর্ষে থাকবে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max, যা প্রিমিয়াম স্পেসিফিকেশন সহ আসবে বলে আশা করা হচ্ছে। অ্যাপল এই মডেলগুলিতে পারফরম্যান্স এবং উদ্ভাবনের জন্য নতুন বেঞ্চমার্ক সেট করবে। তাছাড়া, সব আইফোন মডেলই (SE মডেল বাদে) এ বছর আগের প্রজন্মের তুলনায় বড় ব্যাটারির সঙ্গে আসবে বলে শোনা যাচ্ছে।

জানিয়ে রাখি, অ্যাপল কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই বেশ কয়েক বছর ধরে একই আইফোন ডিজাইন ধরে রেখেছে, গত বছর iPhone 15 সিরিজ লঞ্চের সময় এই নিশ্চলতা সম্পর্কে গ্রাহকদের মধ্যে স্পষ্ট অসন্তোষ দেখা যায়। গ্লোবাল মার্কেটে বিক্রয় বৃদ্ধির জন্য, অ্যাপল সম্ভবত এখন আইফোনের ডিজাইন পরিবর্তন করার প্রয়োজন অনুভব করছে। অনুমান করা হচ্ছে যে এই পদক্ষেপটি কেবল ইউজারদের প্রত্যাশা পূরণ করবে না, আইফোনের সেলও বাড়াবে।

মাজিন বু পরীক্ষার পর্যায়ে থাকা একটি আইফোন মডেলের কথাও উল্লেখ করেছেন, যেটিতে আইফোন এক্সআর-এর মতো স্টাইল, ডায়নামিক আইল্যান্ড যুক্ত স্ক্রিন এবং iPhone 15-এর মতো কালার স্কিম রয়েছে। তার মতে, তিনি প্রথমে ভেবেছিলেন এটি iPhone SE, কিন্তু এখন তিনি এসম্পর্কে নিশ্চিত নন।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago