iphone-16-series-could-come-with-5-devices-including-iphone-16-se-plus-price-design

iPhone 16 SE: আর চারটি মডেল নয়, আইফোন ১৬ সিরিজে থাকতে পারে পাঁচটি ফোন, দাম কত হবে?

টেক জায়ান্ট Apple প্রতি বছর ধারাবাহিকতা বজায় রেখে সেপ্টেম্বর মাসে তাদের নয়া iPhone লাইনআপের ঘোষণা করে। প্রত্যেকবারই মোট চারটি মডেল লঞ্চ করা হয়ে থাকে। এগুলি হল – একটি স্ট্যান্ডার্ড মডেল সহ প্লাস (Plus), প্রো (Pro) এবং প্রো ম্যাক্স (Pro Max)। কিন্তু ২০২৪ সালে হয়তো টিম কুকের সংস্থাটি এই অভ্যাস পরিবর্তন করতে চলেছে। আসলে জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন যে, চলতি বছরে চারটি নয় বরং পাঁচটি মডেল অন্তর্ভুক্ত করা হবে iPhone 16 সিরিজে। এক্ষেত্রে সম্ভাবনা আছে, আসন্ন এই সিরিজের একটি নন-প্রো ফোনকে সরিয়ে পরিবর্তে দুটি নতুন iPhone 16 SE মডেল নিয়ে আসা হবে। প্রসঙ্গত আসন্ন iPhone গুলির সম্ভাব্য দাম, ফিচার, এমনকি ডিজাইনও X প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করেছেন টিপস্টার।

২০২৪ সালে Apple iPhones 16 সিরিজের অধীনে আসবে ৫টি মডেল, ফাঁস হল দাম, ডিজাইন ও ফিচার বিবরণ

টিপস্টার মাজিন বু (Majin Bu) জানিয়েছেন, আসন্ন iPhone 16 সিরিজের অধীনে মোট পাঁচটি মডেল প্রবর্তন করা হতে পারে। এর জন্য টেক জায়ান্টটি এই বছর তাদের ফ্ল্যাগশিপ লাইনআপের সাথে iPhone SE সিরিজকে একীভূত করার পরিকল্পনা করছে হয়তো। যার দরুন সম্ভাবনা আছে, উক্ত লাইনআপের অধীনে iPhone 16 SE এবং iPhone 16 Plus SE নামের দুটি নয়া মডেল অন্তর্ভুক্ত করা হবে।

সদ্য ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, SE মডেল দুটি iPhone X -এর অনুরূপ পিল-আকৃতির রিয়ার ক্যামেরা লেআউট অফার করবে। অন্যদিকে স্ট্যান্ডার্ড iPhone 16 সংস্করণে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে। আবার iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোন আসবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। এই তিনটি হ্যান্ডসেটেই পিল-আকৃতির ক্যামেরা বাম্প উল্লম্বভাবে অবস্থান করবে।

টিপস্টার মাজিন বু -এর সাম্প্রতিক X পোস্ট থেকে আসন্ন ডিভাইসগুলির ফিচারও জানা গেছে। iPhone 16 SE ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.১-ইঞ্চি ডিসপ্লে পাওয়া যেতে পারে। iPhone 16 Plus SE মডেল তুলনায় বড় ৬.৭-ইঞ্চি টাচস্ক্রিন সহ আসতে পারে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। উভয় মডেলেই ডাইনামিক আইল্যান্ড ফিচার থাকবে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড iPhone 16 এবং iPhone 16 Pro ভ্যারিয়েন্টে দেওয়া হবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৩-ইঞ্চি ডিসপ্লে। আর টপ-এন্ড iPhone 16 Pro Max -এ থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৯-ইঞ্চির ডিসপ্লে প্যানেল।

উপরন্তু টিপস্টার আসন্ন iPhone 16 সিরিজের দামও শেয়ার করেছেন। পোস্ট অনুসারে, iPhone 16 SE -এর (১২৮ জিবি স্টোরেজ বিকল্প) দাম ৬৯৯ ডলার (প্রায় ৫৮,০০০ টাকা) থেকে শুরু হতে পারে। iPhone 16 SE Plus -এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার (প্রায় ৬৬,০০০ টাকা) রাখা হতে পারে। আবার ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত স্ট্যান্ডার্ড iPhone 16 মডেল ৬৯৯ ডলার (৫৮,০০০ টাকা) মূল্যে বিক্রি করা হবে। এছাড়া iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max ফোনের ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ যথাক্রমে ৯৯৯ ডলার (আনুমানিক ৮৩,০০০ টাকা) ও ১,০৯৯ ডলার (প্রায় ৯১,০০০ টাকা) মূল্যের সাথে লঞ্চ হবে বলেও জানা গেছে।