iPhone SE 4: মধ্যবিত্তের জন্য অ্যাপলের বড় চমক, ফাঁস হল আইফোন এসই ৪-র ডিজাইন

অ্যাপল (Apple) মধ্যবিত্ত ক্রেতাদের উদ্দেশ্যে প্রায় দু’বছর অন্তর তাদের SE সিরিজের স্মার্টফোন নিয়ে আসে বাজারে। সর্বশেষ মডেলটি অর্থাৎ iPhone SE 3 লঞ্চ হয়েছিল ২০২২ সালে।…

অ্যাপল (Apple) মধ্যবিত্ত ক্রেতাদের উদ্দেশ্যে প্রায় দু’বছর অন্তর তাদের SE সিরিজের স্মার্টফোন নিয়ে আসে বাজারে। সর্বশেষ মডেলটি অর্থাৎ iPhone SE 3 লঞ্চ হয়েছিল ২০২২ সালে। তাই মনে করা হচ্ছিল যে মার্কিন সংস্থাটি এই বছর বাজেট ফ্রেন্ডলি iPhone SE 4 লঞ্চ করবে। তবে কিছু সূত্র ইঙ্গিত করেছে, বাজারে আসতে কিছুটা বিলম্ব হতে পারে। ফলে জল্পনা থেমে নেই। এখন আসন্ন আইফোনটির সিএডি (CAD) রেন্ডার ফাঁস হয়ে ডিজাইনটি স্পষ্টভাবে তুলে ধরেছে। আগের iPhone SE মডেলগুলির থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন ডিজাইন প্রদর্শন করেছে। হ্যান্ডসেটটিতে বড় নচযুক্ত ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্ট দেখা গেছে।

CAD রেন্ডার থেকে iPhone SE 4-এর ডিজাইন সামনে এল

৯১মোবাইলস-এর রিপোর্টে আইফোন এসই ৪-এর ডিজাইন রেন্ডার শেয়ার করা হয়েছে। ছবিতে যা দেখা যাচ্ছে তার ওপর নির্ভর করে বলা যায়, আসন্ন ফোনটির সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন হল হোম বাটন সহ ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লের পরিবর্তে নচযুক্ত বড় ৬.১ ইঞ্চির অল-স্ক্রিন ডিজাইন৷ এই নচটিতে ট্রুডেপ্থ (TrueDepth) ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে, যা আইফোন এসই মডেলে প্রথমবারের মতো ফেস আইডি অথেনটিকেশন এনেবল করবে। এর স্ক্রিনের বেজেলগুলিও লক্ষণীয়ভাবে স্লিম, যা বর্তমান স্মার্টফোনের ট্রেন্ডগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ৷

আরেকটি বড় পরিবর্তন হল, আইফোন এসই ৪ মডেলে ইউএসবি-সি পোর্টের উপস্থিতি, যা আগের অ্যাপল ডিভাইসে ব্যবহৃত চিরাচরিত লাইটনিং পোর্টকে রিপ্লেস করবে। এটি ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক নিয়মাবলীকে মেনে চলে, যা ২০২৪ সালের মধ্যে সমস্ত স্মার্টফোনের জন্য একটি সার্বজনীন ইউএসবি-সি চার্জিং পোর্টের ব্যবহারকে বাধ্যতামূলক করেছে৷ গতাবছর আইফোন ১৫ সিরিজের ফোনে প্রথমবারের মতো ইউএসবি-সি পোর্ট অন্তর্ভুক্ত করা হয়। নতুন আইফোন এসই ৪ ফোনটি থেকেও উচ্চতর কম্প্যাটিবিলিটি এবং দ্রুত চার্জিং ক্ষমতা আশা করতে পারেন ক্রেতারা।

Iphone-Se-4

রেন্ডারগুলি আরও ইঙ্গিত করেছে যে, iPhone SE 4 তার পূর্বসূরি মডেলগুলির মতোই একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা বজায় রাখবে। যদিও স্পষ্টভাবে দেখানো হয়নি, তবে শোনা যাচ্ছে যে এতে একটি “অ্যাকশন বাটন” অন্তর্ভুক্ত থাকবে, যা সম্ভবত কাস্টমাইজেবল শর্টকাট কী হবে৷ মাত্রাগত দিক থেকে, iPhone SE 4 প্রায় iPhone 14-এর মতোই হবে বলে আশা করা হচ্ছে, যার পরিমাপ ১৪৭.৭ x ৭১.৫ x ৭.৭ মিলিমিটার। এই তথ্যটি আগের কয়েকটি রিপোর্টকে সমর্থন করে, যা iPhone 14-এর ডিজাইনকে SE মডেলের ভিত্তি হিসাবে ব্যবহার করার ইঙ্গিতও দেয়।

মনে করা হচ্ছে, iPhone SE 4 আগামী বছরের কোনও এক সময়ে লঞ্চ হবে। তবে iPhone 16 সিরিজের পাশাপাশি অ্যাপলের আসন্ন ফল ইভেন্টেও একে পেশ করা হতে পারে। আসন্ন SE ফোনের এই ডিজাইনের পরিবর্তন দেখে মনে করা হচ্ছে যে, অ্যাপল হয়তো তাদের সাশ্রয়ী মূল্যের আইফোন সেগমেন্টকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে রয়েছে। একটি বৃহত্তর ডিসপ্লে, ফেস আইডি এবং ইউএসবি-সি সহ iPhone SE 4 আরও অ্যাক্সেসেবল প্রাইস পয়েন্টে আধুনিক আইফোন এক্সপেরিয়েন্স চাওয়া ইউজারদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।