iPhone SE 4: সবার হাতে হাতে থাকবে আইফোন, বড় ডিসপ্লের সাথে আসছে সস্তা মডেল

অ্যাপল (Apple) গত মাসেই তাদের লেটেস্ট iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপটি উন্মোচন করেছে। এই সিরিজে অন্তর্ভুক্ত iPhone 14, iPhone 14 Plus iPhone 14Pro এবং iPhone 14 Pro Max- চারটি ডিভাইসই বিশ্বের বিভিন্ন দেশে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। তবে, ফ্ল্যাগশিপ লাইনআপটি লঞ্চ হতে না হতেই অ্যাপলের সাশ্রয়ী মূল্যের iPhone SE সিরিজের পরবর্তী প্রজন্মের ডিভাইসটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এবছর মার্চ মাসে মার্কিন সংস্থাটি বিশ্ববাজারে iPhone SE (2022) ফোনটি লঞ্চ করেছিল। আর বর্তমানে সিরিজের চতুর্থ সংস্করণটির সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে৷ যেমন এখন এক জনপ্রিয় ডিসপ্লে বিশ্লেষক পরবর্তী iPhone SE মডেলের ডিসপ্লে স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফাঁস হল পরবর্তী iPhone SE-এর মডেলের ডিসপ্লের বৈশিষ্ট্য

ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টস (DSCC)-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) রস ইয়ং আগামী আইফোন এসই মডেলের ডিসপ্লে সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। বিশ্লেষকের মতে, অ্যাপল আইফোন এসই ৪-এ ৬.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে এবং স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সরের জন্য সংস্থার আইকনিক ডিসপ্লে নচটি অবস্থান করবে।

প্রসঙ্গত, রস ইয়ং পূর্বে আইফোন এসই-এর ডিসপ্লে সম্পর্কে যা পরামর্শ দিয়েছিলেন, তার থেকে এখন তার প্রত্যাশাগুলি সংশোধন করেছেন। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, পরবর্তী প্রজন্মের আইফোন এসই ৫.৭ ইঞ্চি বা ৬.১ ইঞ্চির ডিসপ্লের সাথে আসতে পারে এবং ডিসপ্লের ওপরে ক্যামেরা সেন্সরগুলির জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে।

এছাড়া, আসন্ন iPhone SE-এর নচের মধ্যে লাইনআপের অন্যান্য মডেলের মতো ফেস আইডি ফিচারের জন্য ট্রুডেপ্থ (TrueDepth) ক্যামেরা অ্যারে থাকবে কিনা তা এখনও জানা যায়নি। তবে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, নতুন “SE” মডেলে নিরাপত্তার জন্য এবারও পূর্বসূরির মতো টাচ আইডি সেন্সরই মিলবে, এতে অ্যাপল ফেস আইডি ফিচারটি অফার করবে না। আবার, বেশ কয়েকটি প্রতিবেদনে এও বলা হয়েছে যে, মার্কিন কোম্পানিটি পরবর্তী প্রজন্মের iPhone SE-তে টাচ আইডি সাইড বাটন যুক্ত করার পরিকল্পনা করছে। কারণ, নতুন মডেলের সামনের দিকে ক্যাপাসিটিভ টাচ আইডি হোম বাটনের জন্য খুব বেশি জায়গা থাকবে না।

উল্লেখ্য, যেহেতু Apple SE সিরিজের ফোনের জন্য পুরানো আইফোন মডেলের ডিজাইন ব্যবহার করা হয়ে থাকে, তাই মনে করা হচ্ছে iPhone SE 4 ডিজাইনের দিক থেকে iPhone X-এর মতোই হবে, যা ২০১৭ সালে লঞ্চ করা হয়েছিল।