iPhone SE 4 সস্তায় অফার করবে iPhone XR এর মতো লুক, বড় বদল আনছে Apple

অ্যাপল (Apple)-এর আইকনিক iPhone রেঞ্জের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিকে নিয়ে স্মার্টফোন অনুরাগীদের উন্মাদনায় কখনও ঘাটতি দেখা যায়না। তবে প্রিমিয়াম রেঞ্জের হওয়ায়, আইফোন কিনতে গিয়ে অনেক মধ্যবিত্ত ক্রেতারই পকেটে টান পড়ে। সেই কথা চিন্তা করে মার্কিন প্রযুক্তি সংস্থাটি ২০১৬ সালে সাশ্রয়ী মূল্যে iPhone SE লঞ্চ করে। আর স্বাভাবিকভাবেই বৃহৎ সংখ্যক গ্রাহক বেছে নেন আইফোনের এই নতুন সাশ্রয়ী মূল্যের বিকল্পটি। তারপর ২০২০ সালে দ্বিতীয় প্রজন্মের iPhone SE লঞ্চ হয়। আর চলতি বছরের মার্চ মাসে বিশ্ববাজারে এসেছে লেটেস্ট Apple iPhone SE 2022 মডেলটি। তবে এই তিন প্রজন্মের মডেলে স্পেসিফিকেশনের দিক থেকে তফাৎ থাকলেও, এগুলির ডিজাইন প্রায় একই রকমের। কিন্তু এখন এক পরিচিত টিপস্টার দাবি করছেন যে, চতুর্থ প্রজন্মের iPhone SE-এর ডিজাইনটি ২০১৮ সালে লঞ্চ হওয়া iPhone XR স্মার্টফোনের অনুরূপ হবে।

পরবর্তী iPhone SE মডেলের ডিজাইনে আসতে চলেছে বড় পরিবর্তন

এবছর লঞ্চ হওয়া আইফোন এসই-এর সাম্প্রতিকতম মডেলে এখনও নীচের অংশে একটি টাচ আইডি, পুরু বেজেল এবং একটি ছোট ডিসপ্লে দেখা যায়। তবে, অবশেষে অ্যাপল এর ডিজাইনে পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেননা, অ্যান্ড্রু এডওয়ার্ডস এবং জন রিটিংগার দ্বারা সঞ্চালিত পডকাস্ট, গিয়ারড আপ (Geared Up)-এর লেটেস্ট পর্বে জনপ্রিয় টিপস্টার জন প্রসার দাবি করেছেন যে, আইফোন এসই ৪ মডেলটি আইফোন এক্সআর-এর অনুরূপ হবে।

যদি, আইফোন এসই ৪ দেখতে আইফোন এক্সআর-এর মতো হয়, তাহলে আসন্ন এসই মডেলের সামনের দিকে একটি বিস্তৃত নচ ও বৃত্তাকার প্রান্ত দেখা যাবে এবং এতে পূর্বসূরির তুলনায় বড় স্ক্রিনও থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮-এর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোন এক্সআর-এ ৬.১ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে, যা আইফোন ১২- এও মেলে। তবে তৃতীয় প্রজন্মের আইফোন এসই-তে বর্তমানে মাত্র ৪.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

জানিয়ে রাখি, অ্যাপল তাদের iPhone XR মডেলটি বিক্রি করা বন্ধ করে দিয়েছে এবং iPhone SE 3 বর্তমানে কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন। এই মডেলটি গত মার্চে লঞ্চ হয়েছে, তাই চতুর্থ প্রজন্মটি শীঘ্রই বাজারে আসবে বলে আশা করা যায় না। Apple দুই বছরের ব্যবধানে ২০২২ সংস্করণটি লঞ্চ করেছে, তবে শোনা যাচ্ছে যে ব্র্যান্ডটি iPhone SE 4 উন্মোচন করতে এত বেশি সময় নেবে না।

এছাড়া, ডিসপ্লে ইন্ডাস্ট্রি কনসালট্যান্ট রস ইয়ং জানিয়েছেন যে, iPhone SE 4 আগামী বছরই বাজারে আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু তিনি আবার দাবি করেছেন যে, এই ডিভাইসটিতে ৫.৭ ইঞ্চির স্ক্রিন থাকবে। তবে এই তথ্যটি সত্য হলেও, চতুর্থ প্রজন্মের এসই মডেলে আগের তুলনায় অনেকটাই বড় ডিসপ্লে দেখা যাবে।

উল্লেখ্য, iPhone SE-এর নতুন সংস্করণ অ্যাপলের এ১৫ বায়োনিক চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যা iPhone 13 সিরিজেও উপস্থিত রয়েছে। স্মার্টফোনটিতে ৫জি সাপোর্ট মিলবে। এটির দাম সম্ভবত iPhone 12 মডেলের থেকে কম রাখা হবে। এছাড়া, Apple iPhone SE 4-এর ব্যাক প্যানেলে iPhone XR এর মতো সিঙ্গেল ক্যামেরা অবস্থান করতে পারে।