সুখবর, iPhone 15-র ফিচার্সের সঙ্গে সবচেয়ে সস্তায় নয়া স্মার্টফোন লঞ্চ করতে পারে Apple

অ্যাপল (Apple) সম্প্রতি iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। জানিয়ে রাখি, তুলনামূলক সাশ্রয়ী মূল্যের আরেকটি লাইনআপের আইফোন বিক্রি করে মার্কিন সংস্থাটি, যা SE-ব্র্যান্ডিংয়ের সাথে উপলব্ধ। কত…

অ্যাপল (Apple) সম্প্রতি iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। জানিয়ে রাখি, তুলনামূলক সাশ্রয়ী মূল্যের আরেকটি লাইনআপের আইফোন বিক্রি করে মার্কিন সংস্থাটি, যা SE-ব্র্যান্ডিংয়ের সাথে উপলব্ধ। কত বছর মার্চ মাসে অ্যাপল শেষ iPhone SE 3 লঞ্চ করেছিল। তারপর থেকেই মাঝেমধ্যেই আগামী প্রজন্মের iPhone SE 4 মডেলটিকে নিয়ে টেক পাড়ায় জল্পনা শোনা যায়। এখন এমনই এক নতুন সূত্রে আইফোনের এই ‘Special Edition’-এর চতুর্থ মডেলটির সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য সামনে এসেছে।

iPhone SE 4 আসতে পারে iPhone 14-এর অনুরূপ ডিজাইনে

ম্যাকরিউমার্স-এর প্রতিবেদন অনুসারে, অ্যাপল আইফোন এসই ৪-এর কোডনেম “ঘোস্ট” (Ghost)। লক্ষণীয় বিষয়টি হল, এসই সিরিজের আইফোনের প্রথম তিনটি প্রজন্মের মডেলে একই ধরনের ফর্ম ফ্যাক্টর থাকলেও, আইফোন এসই ৪ গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ আইফোন ১৪-এর মতো ডিজাইনের সাথে আসতে পারে।

প্রকাশনাটি জানিয়েছে যে, পরবর্তী আইফোন এসই মডেলে ইউএসবি-সি পোর্ট এবং অ্যাকশন বাটন সহ আইফোন ১৪-এর চ্যাসিসের মডিফায়েড ভার্সন ব্যবহার করবে। জানিয়ে রাখি, অ্যাপল আইফোন ১৫ সিরিজের সবকটি মডেলে ইউএসবি-সি পোর্ট এবং আইফোন ১৫ প্রো মডেলগুলিতে অ্যাকশন বাটন (বিভিন্ন কাজ সম্পাদনের জন্য কনফিগার করা) অন্তর্ভুক্ত করেছে।

এটি আরও নির্দেশ করে যে, iPhone SE 4-এ পুরু বেজেলের পরিবর্তে ওপরের দিকে একটি ছোট নচ সহ এজ-টু-এজ স্ক্রিন থাকতে পারে। এই মডেলে ফ্ল্যাশ সহ সিঙ্গেল রিয়ার ক্যামেরা থাকবে। একটি রিপোর্টে আরও বলা হয়েছে যে, অ্যাপল পরবর্তী iPhone SE-তে ক্যামেরা মডিউলের জন্য কমপক্ষে পাঁচটি মক-আপ প্রস্তুত করেছে। কোনোটিতে আয়তাকার আকৃতির কাটআউটে ক্যামেরা এবং ফ্ল্যাশ রয়েছে (যেমন iPhone 8 Plus-এর ডুয়েল-ক্যামেরা সেটআপ), আবার কোনোটিতে রিয়ার প্যানেল থেকে ক্যামেরা রিং বাইরের দিকে বেরিয়ে রয়েছে (Galaxy S23 সিরিজের ক্যামেরার মতো)।

যেটুকু খবর, iPhone SE 4-তে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। অর্থাৎ কোম্পানি এতে ২× লসলেস জুম এনেবল করতে পারে। এছাড়াও, যেহেতু ফোনটি iPhone 14-এর অনুরূপ ডিজানের সাথে আসবে বলে শোনা যাচ্ছে, তাই এটি iPhone SE 3-তে থাকা টাচ আইডির পরিবর্তে ফেস আইডি ফিচারটি অফার পারে। এটি iPhone 15-এর ফিচার্স অনেক সস্তায় অফার করবে বলে আশা করা হচ্ছে।