নতুন ডিজাইনের সাথে বড় ডিসপ্লে, আগামী বছরেই মেগা এন্ট্রি সস্তা iPhone SE 4 এর

Apple আগামী বছরে iPhone SE 4 বা iPhone SE 2023 লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে ৷ ইতিমধ্যেই এই ফোন সম্পর্কিত বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন জনপ্রিয় এক লিকস্টার ফোনটির রেন্ডার প্রকাশ করেছেন। এই রেন্ডার অনুযায়ী, পূর্বসূরির ন্যায় ৪.৭-ইঞ্চির ডিসপ্লে নয়, বরং একটি ৬.১-ইঞ্চির বড় টাচ-স্ক্রিন থাকবে চতুর্থ প্রজন্মের iPhone SE ফোনে। এছাড়া, আপকামিং iPhone SE 4 হ্যান্ডসেটের বাহ্যিক ডিজাইন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অবস্থান ও কালার বিকল্প সংক্রান্ত তথ্যও সামনে এসেছে। যার ভিত্তিতে বলা যায়, আলোচ্য ডিভাইসটি বিদ্যমান iPhone SE 2 বা SE 3 মডেলের তুলনায় সম্পূর্ণ ভিন্ন তথা ‘রি-নিউড’ ডিজাইন সহ আত্মপ্রকাশ করবে।

iPhone SE 4 -এর নতুন রেন্ডার এল সামনে

আপকামিং iPhone SE 4 মডেলের রেন্ডার লিকের নেপথ্যে আছেন জনপ্রিয় টিপস্টার জন প্রসার (Jon Prosser)। যদিও তার দ্বারা প্রকাশিত রেন্ডারটি অফিসিয়াল নয়। তবে এযাবৎ ফোনটির ফিচার সম্পর্কিত যে যে তথ্য ফাঁস হয়েছে, তার উপর ভিত্তি করে এর রেন্ডার ইমেজ তৈরী করা হয়েছে। এক্ষেত্রে, ২০২০ সালে আগত iPhone SE 2 এবং ২০২২ সালে লঞ্চ হওয়া SE 3 মডেল-দ্বয় iPhone 8 ফোনের অনুরূপ ডিজাইন অফার করে। কিন্তু, আসন্ন iPhone SE 4 -এর বাহ্যিক ডিজাইন অনেকটা ২০১৮ সালে ঘোষিত iPhone XR দ্বারা অনুপ্রাণিত হবে বলেই মনে করেছেন টিপস্টার।

তদুপরি রেন্ডার অনুসারে, আইফোন এসই ৪ -এ পূর্বসূরি মডেলগুলির ন্যায় ডিসপ্লের উপর এবং নীচে পুরু বেজেল থাকবে না। আর যেহেতু এটি সরু বেজেল এবং নচ যুক্ত ডিসপ্লে সহ আসবে, সেহেতু এতে কোনো হোম বাটন দেওয়া হবে না। জানিয়ে রাখি, পূর্ববর্তী মডেলগুলিতে হোম বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা ছিল। ফলে চতুর্থ প্রজন্মের আইফোন এসই অ্যাপলের প্রথম হ্যান্ডসেট হতে পারে, যাতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আবার এই মডেলে তুলনায় বড় অর্থাৎ একটি ৬.১-ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে বলে জানা গিয়েছে।

জন প্রসার দ্বারা প্রকাশিত রেন্ডারে আইফোন এসই ৪ -এর অভ্যন্তরীণ ফিচার সম্পর্কিত কোনও তথ্য উল্লেখ নেই। তবে সম্ভাবনা আছে যে, এতে পূর্বসূরির ন্যায় অ্যাপল এ১৫ বায়োনিক (A15 Bionic) বা নতুন এ১৬ বায়োনিক (A16 Bionic) চিপসেট ব্যবহার করা হবে। আবার রেন্ডার ইমেজে, ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি ক্যামেরা দেখা গেছে। ডিভাইসের নীচের প্রান্তে একটি লাইটনিং পোর্ট সহ স্পিকার গ্রিল আছে বলেই মনে হচ্ছে। এর বাম প্রান্তে রয়েছে একটি মিউট সুইচ এবং ভলিউম রকার। একই ভাবে, হ্যান্ডসেটের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং একটি সিম স্লট বিদ্যমান থাকতে পারে। এছাড়া রেন্ডার অনুসারে, ব্ল্যাক, হোয়াইট এবং রেড – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে আসতে পারে আইফোন এসই ৪ মডেলটি।