চীনের পর এবার ভারতের পালা, iQOO 11 দেশে লঞ্চ হবে জানুয়ারিতে, ফিচার দেখে নিন

আইকো সম্প্রতি চীনে তাদের iQOO 11 5G সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে iQOO 11 এবং 11 Pro নামে দুটি প্রিমিয়াম স্মার্টফোন দেশীয় বাজারে পা রেখেছে। আবার, কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, iQOO 11 সিরিজটি ভারতে ২০২৩ সালের জানুয়ারি মাসে লঞ্চ হচ্ছে। আর এবার অবশেষে, এদেশের বাজারে স্ট্যান্ডার্ড iQOO 11-এর উন্মোচনের তারিখটি ঘোষণা করেছে সংস্থা। তবে, কোম্পানি এই মুহূর্তে “Pro” মডেলটি ভারতে আনছে না। iQOO 11-এর শক্তিশালী পারফরম্যান্স ইউনিট সহ বেশিরভাগ হার্ডওয়্যার Pro মডেলের অনুরূপ। তাই, ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার পরে iQOO 11 5G-ই প্রথম স্মার্টফোন হবে, যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Gen 2 ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত। ভারতে লঞ্চের তারিখ প্রকাশের iQOO 11-এর আনটুটু (AnTuTu) স্কোর সামনে এনেছে। চলুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল iQOO 11 5G লঞ্চের তারিখ ও AnTuTu স্কোর

আইকো দ্বারা প্রকাশিত একটি প্রেস রিলিজে ঘোষণা করা হয়েছে যে, ফ্ল্যাগশিপ আইকো ১১ হ্যান্ডসেটটি আগামী ১০ জানুয়ারি ভারতে আত্মপ্রকাশ করবে। আইকো ইন্ডিয়ার সিইও নিপুন মারিয়া নিশ্চিত করেছেন যে, আইকো ১১ প্রো স্ট্যান্ডার্ড মডেলের সাথে আগামী বছর জানুয়ারিতে লঞ্চ হচ্ছে না। তবে আইকো ১১ প্রো পরবর্তীকালে কোনও এক তারিখে ভারতে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে, আইকো ১১-এর আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক টেস্টের স্কোরগুলি প্রকাশ্যে এসেছে। এই ফোনটি আনটুটু-তে ১৩,২৩,৮২০ পয়েন্ট স্কোর করেছে, যা এখন পর্যন্ত যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ। ডিভাইসটি সিপিইউ পরীক্ষায় ২,৭০,৯৮৭ এবং জিপিইউ পরীক্ষায় ৬,০৭,৮২২ পয়েন্ট অর্জন করেছে। আনটুটু ডিভাইসটির মেমরি এবং ইউজার এক্সপেরিয়েন্সও রেট করেছে এবং এগুলিতে ফোনটি যথাক্রমে ২,৪৪,৭৮২ এবং ২,০০,২২৯ পয়েন্ট পেয়েছে। জানিয়ে রাখি, আইকো ১১ ইউএফএস ৪.০ স্টোরেজ এবং এলপিডিডিআর৫এক্স র‍্যাম অফার করে।

ভারতে আইকো ১১ ৫জি-এর দাম ও স্পেসিফিকেশন – iQOO 11 5G Price in India and Specifications

iQOO 11 5G ভারতে কমপক্ষে দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এর বেস মডেলটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসতে পারে। আর ২৫৬ জিবি মেমরি সহ উচ্চ স্টোরেজ বিকল্পটি ১২ জিবি র‍্যাম অফার করতে পারে। ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি ভারতে পাওয়া যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দামের ক্ষেত্রে, চীনের মার্কেটে iQOO 11-এর বেস মডেলটির দাম রাখা হয়েছে ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৯০০ টাকা)। ভারতে এটির মূল্য প্রায় ৫০,০০০ টাকা হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি আগামী ১৩ জানুয়ারি ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে। দেশীয় বাজারে 11 5G তিনটি কালার অপশনে উপলব্ধ – গ্রীন, আলফা এবং লিজেন্ড। ভারতীয় ভ্যারিয়েন্টটি আলফা এবং লিজেন্ড শেডগুলিতে আসতে পারে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, iQOO 11 5G-তে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২কে (2K) রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। চীনে iQOO 11 সিরিজ চীনে অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক অরিজিন ওএস ৩ (Origin OS 3) কাস্টম স্কিনে রান করে। সেখানে ভারতীয় ভ্যারিয়েন্টটি ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13)-এর সাথে আসতে পারে।

ফটোগ্রাফির জন্য, iQOO 11 5G-এর রিয়ার ট্রিপল-ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর বর্তমান। এতে একটি কাস্টম ভিভো ভি২ ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP)-ও অন্তর্ভুক্ত রয়েছে, যা লো লাইটে ভিডিও রেকর্ড করার সময় বা পোর্ট্রেট শট তোলার সময় উন্নত পারফরম্যান্স প্রদান করে বলে দাবি করা হয়।

আর ফোনটির ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 11 5G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷