Samsung Galaxy A12 একধাক্কায় অনেকটা সস্তা হল, এখন পাওয়া যাবে এত কমে

নতুন বছরের শুরুতেই দুটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A13 5G ও Samsung Galaxy A33 5G নামের এই ফোন দুটি যথাক্রমে Samsung Galaxy A12 ও Samsung Galaxy A32-এর উত্তরসূরী হিসেবে ফেব্রুয়ারিতে বাজারে আসবে। তবে উত্তরসূরী লঞ্চের আগেই ভারতে Samsung Galaxy A12 ফোনের দাম‌ কমানো হল। এক ধাক্কায় ফোনটির মূল্য ১০০০ টাকা কমে গেছে। আসুন জেনে নেওয়া যাক এখন কত দামে পাওয়া যাবে স্যামসাংয়ের এই স্মার্টফোনটি।

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর দাম কমলো ভারতে (Samsung Galaxy A12 Price cut in India)

91Mobiles -এর একটি রিপোর্ট থেকে স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনের দাম কমার বিষয়টি সামনে এসেছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম আগে ছিল ১৩,৯৯৯ টাকা। তবে এখন থেকে ফোনটি ১০০০ কমে ১২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিরও দাম ১০০০ টাকা কমে বর্তমানে হয়েছে ১৫,৪৯৯ টাকা।

Samsung Galaxy A12 বর্তমানে সংস্থার নিজস্ব অনলাইন স্টোরের সঙ্গে অ্যামাজন ও ফ্লিপকার্টের মত ই-কমার্স সাইটেও উপলব্ধ। যদিও ফ্লিপকার্টে এখনও পর্যন্ত এই ফোনটি পুরোনো দামেই পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে অফলাইন স্টোরগুলিতেও Samsung Galaxy A12 ফোনটি নতুন দামে বিক্রি করা হতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ১২- এর স্পেসিফিকেশন (Samsung Galaxy A12 Specifications)

স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনে আছে ৬.৫ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি-ভি পিএলএস টিএফটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৮৫০ প্রসেসর ও ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক জি৩৫ প্রসেসর। দুটি ভ্যারিয়েন্টই পারফরম্যান্সের দিক থেকে প্রায় একইরকম, তবে এক্সিনস ৮৫০ প্রসেসর যুক্ত ভার্সনটি তুলনামূলকভাবে সামান্য ভালো পারফরম্যান্স অফার করে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A12 ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা মডিউল। এই মডিউলের ভেতর রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও এর ওজন ২০৫ গ্রাম।