চীনের পর এখন ভারতের পালা, iQOO 11 ফ্ল্যাগশিপ ফোনের ইন্ডিয়া লঞ্চ ডেট ঘোষণা

আইকো গত ২ ডিসেম্বর চীনের বাজারে তাদের iQOO 11 সিরিজ এবং Neo 7SE হ্যান্ডসেটটি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছিল। কিন্তু পরে এই ইভেন্টটি সংস্থার তরফে স্থগিত করা হয় এবং এও ঘোষণা করা হয় এগুলি ৮ ডিসেম্বর বাজারে পা রাখবে। আর সেইমতোই গতকাল আইকো হোম মার্কেটে তাদের লেটেস্ট iQOO 11 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি এবং মিড-রেঞ্জের Neo 7SE ফোনটি উন্মোচন করেছে। তারই মধ্যে, ব্র্যান্ডের ভারতীয় শাখা তাদের ওয়েবসাইটে স্ট্যান্ডার্ড iQOO 11-এর একটি ল্যান্ডিং পেজ লাইভ করে। তবে, সেই পেজে লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আর দেশীয় বাজারের মতো iQOO 11 Pro ভ্যারিয়েন্টটি স্ট্যান্ডার্ড মডেলের সাথে এদেশের বাজারে পা রাখবে কিনা তারও উল্লেখ ছিল না। তবে এখন একটি অফিসিয়াল প্রেস রিলিজে, ভিভো অধীনস্থ ব্র্যান্ডটি লঞ্চের তারিখের পাশাপাশি ভারতীয় বাজারে iQOO 11-এর বিক্রির তারিখ প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

iQOO 11 ভারতের বাজারে পা রাখছে আগামী মাসেই

আইকোর ভারতীয় শাখা একটি অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে যে, আইকো ১১ আগামী ১০ জানুয়ারি ভারতে আত্মপ্রকাশ করবে এবং আগামী ১৩ জানুয়ারি থেকে এটি বিক্রির জন্য উপলব্ধ হবে। আশা করা যায় আইকো আগামী দিনে আনুষ্ঠানিকভাবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মাধ্যমে এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে। এছাড়া, আইকো ফোনগুলি জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন (Amazon)-এর মাধ্যমেই কেনা যায়, তাই আসন্ন আইকো ১১-এর মাইক্রোসাইটও শীঘ্রই এই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে লাইভ হবে বলে আশা করা যায়।

এছাড়া, আইকো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হওয়া নয়া আইকো ১১-এর ল্যান্ডিং পেজটি ইতিমধ্যেই স্মার্টফোনের রিয়ার প্যানেলের ডিজাইনটি প্রদর্শন করেছে। এতে একটি লেদার টেক্সচারযুক্ত সাদা রঙের ব্যাক প্যানেল দেখা যাবে। তার ওপর উল্লম্বভাবে অঙ্কিত একটি বিএমডাব্লিউ (BMW) মোটরস্পোর্টের লাল-কালো-নীল স্ট্রিপ রয়েছে। স্মার্টফোনটিতে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল অবস্থান করছে যার মধ্যে তিনটি সেন্সর, একটি এলইডি ফ্ল্যাশ এবং ভিভোর ভি২ চিপ টেক্সটটি রয়েছে।

প্রসঙ্গত, iQOO 11-এর ভারতীয় ভ্যারিয়েন্টের মূল স্পেসিফিকেশনগুলি এর চীনা সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ২কে (2K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত। আবার, iQOO 11-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে৷ স্মার্টফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাথে এসেছে।