Broadband Plan: আনলিমিটেড কলিং ও ১০০০ জিবি ডেটা সুবিধাসহ এল BSNL-এর নতুন ৩২৯ টাকার প্ল্যান

ইদানীংকালে ইন্টারনেটের ক্রমবর্ধমান অপরিহার্যতার যুগে প্রচুর পরিমাণ ডেটা একান্ত আবশ্যক হয়ে উঠেছে। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন লার্নিং, গেমিং, কিংবা এন্টারটেইনমেন্ট – সবকিছুর জন্যই প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ নেট ব্যালেন্স। তাই ইউজারদের মধ্যে ব্রডব্যান্ড প্ল্যানগুলির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একাধিক সার্ভিস অফার করার পর এবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে হাজির হল BSNL (বিএসএনএল) বা ভারত সঞ্চার নিগম লিমিটেড। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি ভারত ফাইবার সার্ভিস প্ল্যানের আওতায় নতুন ৩২৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান চালু করেছে।

উল্লেখ্য, সদ্য বাজারে আসা প্ল্যানটি এখনও পর্যন্ত এটি বিএসএনএলের সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান। সস্তায় পুষ্টিকর হিসেবে এই ব্রডব্যান্ড প্ল্যানটি এককথায় আদর্শ। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রচুর পরিমাণে ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। তবে সীমিত কিছু জায়গাতেই এই প্ল্যানটি চালু করা হয়েছে। কোন কোন রাজ্যে এই প্ল্যানটি উপলব্ধ, তা বিএসএনএলের ভারত ফাইবার ওয়েব পেজ থেকে জানা যাবে। তাহলে চলুন, এই সস্তা প্ল্যানটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

BSNL-এর ৩২৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান

বিএসএনএলের ৩২৯ টাকার প্ল্যানে মোট ১ টিবি অর্থাৎ ১০০০ জিবি ইন্টারনেট ডেটা এবং ফ্রি ফিক্সড লাইন ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যান রিচার্জ করলে প্রথম মাসে গ্রাহকদের ৯০ শতাংশ ছাড় দেওয়া হবে। এতে ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড হবে ২০ এমবিপিএস। এছাড়াও গ্রাহকরা প্ল্যানটিতে প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধাও পাবেন। তবে মনে রাখতে হবে যে, ৩২৯ টাকার এই প্ল্যানে অতিরিক্ত ১৮% ট্যাক্স লাগবে। ফলে এই প্ল্যানটির দাম পড়বে ৩৮৮ টাকা।

BSNL-এর ৪৪৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যান 

এর আগে বিএসএনএল ৪৪৯ টাকার প্ল্যান রোলআউট করেছিল। ৩২৯ টাকার প্ল্যানটি লঞ্চ হওয়ার আগে পর্যন্ত এটিই ছিল বিএসএনএল-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান। এই প্ল্যানে ৩.৩ টিবি ডেটা সহ ৩০ এমবিপিএস নেট স্পিড দেওয়া হয়। এছাড়া, ৩২৯ টাকার প্ল্যানে উপলব্ধ অন্যান্য সকল সুবিধাগুলি এই প্ল্যানেও পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন