বঞ্চিত হবে না ভারত, দুর্ধর্ষ iQOO 11 Pro চীনের পর এ দেশেও আসবে, সামনে নয়া তথ্য

ভিভো (Vivo) অধীনস্থ উঠতি স্মার্টফোন ব্র্যান্ড আইকো চীনা বাজারে iQOO 11 সিরিজ লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, iQOO 11 সিরিজ আগামী ২ ডিসেম্বর চীনে লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে iQOO 11 এবং iQOO 11 Pro বলে দু’টি মডেল আসবে। সম্প্রতি I2212 মডেল নম্বর সহ iQOO 11 Pro-এর ভারতীয় সংস্করণটি ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। আর এখন চীনে iQOO 11 সিরিজের লঞ্চের আগে, গিকবেঞ্চ ৫ বেঞ্চমার্কিং ডেটাবেসে iQOO 11 Pro-এর ভারতীয় ভ্যারিয়েন্টটিকে স্পট করা গেছে। চলুন তাহলে বেঞ্চমার্ক তালিকাটি আপকামিং আইকো ফ্ল্যাগশিপটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, জেনে নেওয়া যাক।

iQOO 11 Pro-এর ভারতীয় সংস্করণটি হাজির Geekbench 5 ডেটাবেসে

I2212 মডেল নম্বর সহ একটি নতুন আইকো হ্যান্ডসেট গিকবেঞ্চ ৫ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। আগেই উল্লেখ করা হয়েছে, এই মডেল নম্বরটি আইকো ১১ প্রো-এর ভারতীয় সংস্করণের সাথে যুক্ত। এই বেঞ্চমার্ক তালিকাটি হ্যান্ডসেটটির কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। গিকবেঞ্চ ৫-এর তালিকা অনুসারে, আইকো ১১ প্রো কামালা (kamala) কোডনাম এবং ১ + ৩ + ৪ কোর কনফিগারেশন সহ একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া, এই চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৪০ (Adreno 740) জিপিইউ-টি যুক্ত থাকবে। এই তথ্যগুলির ওপর ভিত্তি করে ধরে নেওয়া যায় যে, আইকো ১১ প্রো-এর ভারতীয় ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে।

জানিয়ে রাখি, গত সপ্তাহে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন টেক সামিটে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি লঞ্চ করা হয়েছিল। এই প্রসেসরটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এতে সর্বোচ্চ ৩.১৯ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি ক্রায়ো প্রাইম (কর্টেক্স-এক্স৩ ভিত্তিক) কোর রয়েছে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, iQOO 11 Pro গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,৪৬৬ পয়েন্ট অর্জন করেছে। যেখানে, মাল্টি-কোর টেস্টে ফোনটি ৪,৬৯৬ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। iQOO 11 Pro-এর গিকবেঞ্চ তালিকাটি নিশ্চিত করেছে যে, এই ডিভাইসে ১৬ জিবি র‍্যাম উপস্থিত থাকবে। তবে, আইকো অন্যান্য মেমরি কনফিগারেশনেও ডিভাইসটি লঞ্চ করবে। এছাড়াও তালিকাটির মাধ্যমে জানা গেছে যে, iQOO 11 Pro অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *