200W পর্যন্ত চার্জিং সহ 5000mAh ব্যাটারি, iQOO 11‌ ও iQOO 11 Pro সব বিভাগেই টেক্কা দেবে অন্যদের

ভিভো (Vivo)-এর অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো চলতি বছরই তাদের পরবর্তী প্রজন্মের iQOO 11 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড iQOO 11 এবং 11 Pro মডেল দুটি বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগে ইতিমধ্যেই আপকামিং সিরিজটির স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হতে শুরু করেছে। আর এখন এক টিপস্টার iQOO 11 লাইনআপের ডিভাইসগুলির ব্যাটারির ক্যাপাসিটি এবং চার্জিং সাপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

ফাঁস হল iQOO 11 সিরিজের ব্যাটারি স্পেসিফিকেশন

চীনা টিপস্টার পান্ডা ইজ বল্ড তার সাম্প্রতিক ওয়েইবো (মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, আইকো ১১ (মডেল নম্বর V2243A) ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে। অন্যদিকে, আইকো ১১ প্রো (মডেল নম্বর V2254A) মডেলে দ্রুততর ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

প্রসঙ্গত, আইকো ১১ সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেল দুটি চলতি বছরের জুলাই মাসে লঞ্চ হওয়া আইকো ১০ এবং আইকো ১০ প্রো-এর উত্তরসূরি হবে। আর এই দুই হ্যান্ডসেটেই ৪,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তবে, রেগুলার মডেলটি ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে, আর প্রো ভ্যারিয়েন্টটি ২০০ ওয়াট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। এছাড়া, আইকো ১০ প্রো-এ ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে।

নতুন লিক অনুযায়ী, ব্র্যান্ডটি আসন্ন iQOO 11-এর ব্যাটারির ক্ষমতা বাড়াবে, তবে প্রো মডেলের ব্যাটারি ক্যাপাসিটি পূর্বসূরির মতোই থাকবে। উভয় মডেলই আগের প্রজন্মের মতো একই ওয়্যার্ড চার্জিং ক্ষমতা অফার করবে বলে আশা করা হচ্ছে। যদিও টিপস্টার এটি উল্লেখ করেননি, তবে প্রো মডেলটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন রিপোর্ট ও সূত্র মারফৎ জানা গেছে যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত iQOO 11 সিরিজে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) ইউজার ইন্টারফেস, সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে। উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬.৭৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২কে (2K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। যদিও, iQOO 11 ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে, তবে Pro মডেলের স্ক্রিনে কার্ভড এজ দেখা যাবে।