শাওমিকে চাপে ফেলে Xiaomi 13 সিরিজের আগেই লঞ্চ হচ্ছে iQOO 11 ও 11 Pro

iQOO 11 সিরিজ এবং মিড-রেঞ্জ iQOO Neo7 SE গত ২ ডিসেম্বর হোম মার্কেট চীনে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু প্রাক্তন চীনা নেতা জিয়াং জেমিনের মৃত্যুর পর কোম্পানির তরফে ঘোষনা করে ইভেন্টটি স্থগিত করা হয়। আইকো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, স্ট্যান্ডার্ড iQOO 11 মডেলটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় আজ, ৮ ডিসেম্বর আত্মপ্রকাশ করবে। এরপর থেকেই আইকোর অনুরাগীরা iQOO Neo7 SE-এর নতুন লঞ্চের তারিখ ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর গতকাল, অবশেষে আইকো নিশ্চিৎ করেছে যে, Neo সিরিজের এই নতুন হ্যান্ডসেটটি iQOO 11 সিরিজের সাথে আজই বাজারে আত্মপ্রকাশ করবে। চলুন তাহলে লঞ্চের আর মাত্র কয়েকঘন্টা আগে, এই আসন্ন ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

iQOO Neo7 SE এবং iQOO 11 আজই পা রাখবে চীনা বাজারে

আইকো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে আইকো ১১ সিরিজের পাশাপাশি আইকো নিও৭ এসই-এর নতুন চীনা লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ভিভো-অধীনস্থ ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, নতুন ডিভাইসগুলি দেশীয় বাজারে ৮ ডিসেম্বর অর্থাৎ আজ, উন্মোচন করা হবে।

প্রসঙ্গত, আইকো সিরিজে দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল- রেগুলার আইকো ১১ এবং উচ্চতর আইকো ১১ প্রো। উভয় হ্যান্ডসেটই কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং স্ব-উন্নত ভিভো ভি২ চিপ দ্বারা চালিত হবে। স্মার্টফোনটি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসবে। এগুলি বিশ্বের প্রথম ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ২কে (2K) ই৬ ডিসপ্লের সাথে আসবে।

এছাড়াও জানা গেছে, স্ট্যান্ডার্ড সংস্করণটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে, প্রো মডেলে ২০০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। কোম্পানি দাবি করেছে যে, এই চার্জিং সাপোর্টের সাহায্যে প্রায় ১০ মিনিটের মধ্যেই iQOO 11 Pro-এর ব্যাটারি ১০০% চার্জ হয়ে যাবে।

উল্লেখ্য, আজ আইকো মিড-রেঞ্জের Neo7 SE মডেলটিও লঞ্চ করবে। হ্যান্ডসেটটি এই রেঞ্জে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন অফার করবে আশা করা হচ্ছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত প্রথম স্মার্টফোন হবে। চিপসেটটি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ওভারক্লকড ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। iQOO Neo7 SE শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট আল্ট্রা-ফাস্ট ফ্ল্যাশ চার্জিং সহ আসবে, যা এটিকে মাত্র ১০ মিনিটের মধ্যে ১% থেকে ৬০% চার্জ করতে সাহায্য করবে।