iQOO 10 নামে ভারতে এন্ট্রি নিচ্ছে iQOO 11, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো (iQOO) চলতি বছরের শেষের দিকে হোম মার্কেট চীনে তাদের iQOO 11 ফ্ল্যাগশিপ সিরিজটি লঞ্চ করতে চলেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড iQOO 11 এবং iQOO 11 Pro- এই মডেল দুটি অন্তর্ভুক্ত থাকতে পারে। সম্প্রতি আইএমইআই (IMEI) ডেটাবেসে একটি নতুন আইকো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টকে খুঁজে পাওয়া গেছে। উল্লেখ্যযোগ্যভাবে, এই তালিকাটি প্রকাশ করেছে যে আসন্ন iQOO 11 সিরিজের বেস মডেলটিকে ভারতে iQOO 10 হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO 11 ভারতে লঞ্চ হতে পারে iQOO 10 নামে

চলতি মাসের শুরুর দিকে একটি রিপোর্টে প্রকাশ করা হয় যে, চীনে লঞ্চ হতে চলা আইকো ১১ এবং ১১ প্রো-এর মডেল নম্বরগুলি হল যথাক্রমে- V2243A এবং V2254A৷ এটাও শোনা যাচ্ছে যে, আইকো ১১ সিরিজের হ্যান্ডসেট দুটির ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর হবে I2209 এবং I2212। আজ ভারতে আসতে চলা I2209 মডেলটি আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি লক্ষনীয় যে, ডিভাইসটিতে আইকো ১১-এর পরিবর্তে আইকো ১০ নামটি রয়েছে৷ অর্থাৎ, চীনের আইকো ১১-এর নাম পরিবর্তন করে ভারতে আইকো ১০ রাখা হতে পারে৷

প্রসঙ্গত, আইকো চলতি বছরের শুরুতে ভারতে আইকো ৯ সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করেছিল। এই লাইনআপে অধীনে আইকো ৯ এসই, আইকো ৯ এবং আইকো ৯ প্রো-এই তিনটি মডেল বাজারে পা রাখে। এরপরে, কোম্পানিটি ভারতে গত আগস্ট মাসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত আইকো ৯টি মডেলটিও লঞ্চ করেছে। আর এই ৯টি ফোনটি ছিল চীনের আইকো ১০-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ।

জানিয়ে রাখি, iQOO 10-এর ভারতীয় সংস্করণে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ই৬ (AMOLED E6) ডিসপ্লে থাকতে পারে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি সম্ভবত আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে। এছাড়া, আসন্ন ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

আবার ফটোগ্রাফির জন্য, নতুন iQOO 10-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে। আর ফোনটির সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 10-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে।