2K ডিসপ্লের সাথে 512 জিবি স্টোরেজ, iQOO 11S প্রিমিয়াম ফোনের বাজারে ঝড় তুলতে কবে আসছে

iQOO 11S বিশ্ববাজারের জন্য iQOO 9T-এর উত্তরসূরি বলে মনে করা হচ্ছে,

চীনের মার্কেটে আইকোর পরবর্তী স্মার্টফোন হিসাবে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে iQOO 11S। এটি গত বছরের ডিসেম্বরে লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড iQOO 11 5G-এর একটি উন্নত সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে, iQOO 11S-এর গ্লোবাল লঞ্চ প্রসঙ্গে সুনির্দিষ্টভাবে কোনও তথ্য সামনে আসেনি। তবে, এটিকে বিশ্ববাজারের জন্য iQOO 9T-এর উত্তরসূরি বলে মনে করা হচ্ছে, যেটি ভারতে গত বছর তৃতীয় ত্রৈমাসিকে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছিল। চীনা টিপস্টাররা iQOO 11S সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। আসুন এখনও পর্যন্ত ডিভাইসটির সম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

iQOO 11S শীঘ্রই আসছে বাজারে

আইকো ১১এস-এ এর পূর্বসূরি আইকো ১১ ৫জি-এর মতো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে, পাশাপাশি এতে ভিন্ন স্পেসিফিকেশনও দেখা যাবে৷ উল্লেখযোগ্যভাবে, আইকো ১১এস সম্ভবত আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত প্রথম ফোন হতে পারে, যেটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর একটি ওভারক্লকড সংস্করণ।

জানিয়ে রাখি, আইকো ১১ ৫জি ফোনটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। তবে, আসন্ন আইকো ১১এস এই ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড আনতে প্রস্তুত। এতে ভিভো ভি২ চিপসেটের সাপোর্ট সহ সনি আইএমএক্স৮৬৬ ভিসিএস প্রাইমারি সেন্সর থাকবে। তবে, আইকো ১১এস সামান্য ছোট ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, কিন্তু এটি ২০০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে, যা স্ট্যান্ডার্ড মডেলের থেকে অনেকটাই বেশি। আইকো ১১এস একটি আকর্ষণীয় নতুন ব্লু কালার অপশনে আত্মপ্রকাশ করবে। এছাড়া, এর অন্য কালার অপশনগুলি রেগুলার ভ্যারিয়েন্টের মতোই হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

আবার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, iQOO 11S-এ ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ই৬ অ্যামোলেড স্ক্রিন থাকবে, যা ২কে (2K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসবে। এতে মেটালিক মিডফ্রেম দেখা যাবে। ডিভাইসটির রিয়ার ক্যামেরা সিস্টেমে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর সেলফির জন্য, এতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। রিপোর্ট দাবি করা হয়েছে যে iQOO 11S জুলাইয়ের প্রথম দিকে লঞ্চ হবে এবং জুলাইয়ের ৮ তারিখের মধ্যে ডিভাইসটি চীনে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।