Categories: Mobiles

লঞ্চের আগেই ঝড় তুলছে iQOO 12 সিরিজ, 144hz স্ক্রিনের সঙ্গে থাকবে 200W চার্জিং!

আইকো তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজ, অর্থাৎ iQOO 12 লাইনআপের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। আগের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, এই সিরিজের অধীনে iQOO 12 এবং iQOO 12 Pro মডেল দুটি বাজারে পা রাখবে। ব্র্যান্ডটি সম্প্রতি চীনে iQOO Z8 সিরিজের ফোনগুলি লঞ্চ করেছে। কোম্পানি ভারতে iQOO Z7 Pro 5G এবং iQOO Neo 7 Pro হ্যান্ডসেট দুটিও লঞ্চ করেছে। বর্তমান প্রজন্মের ফ্ল্যাগশিপ iQOO 11 সিরিজের সর্বশেষ সংযোজন ছিল iQOO 11S স্মার্টফোনটি। তবে, ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি এই ডিভাইসটিকে বিশ্ব বাজারে লঞ্চ করেনি। জনপ্রিয় এক চীনা টিপস্টার সম্প্রতি স্ট্যান্ডার্ড iQOO 12 স্মার্টফোনের ফাস্ট চার্জিং এবং অন্যান্য স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। টিপস্টার পরে আসন্ন ডিভাইসের প্রাইমারি ক্যামেরা স্পেসিফিকেশনও শেয়ার করেছেন। আর এখন ওই একই টিপস্টারের একটি নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট iQOO 12 সিরিজের ডিভাইসের আরও কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। স্পেসিফিকেশনগুলি iQOO 12 Pro স্মার্টফোনের সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল iQOO 12 সিরিজের স্মার্টফোনের স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন নিশ্চিত করেছেন যে, আইকো ১২ সিরিজের আসন্ন স্মার্টফোনটিতে স্যামসাংয়ের ই৭ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আসন্ন ডিভাইসের স্ক্রিনের আকার টিপস্টার স্পষ্টভাবে প্রকাশ করেননি। এই ফোনটি ২কে রেজোলিউশন অফার করবে বলে মনে করা হচ্ছে। আইকো ডিসপ্লেটি ১৪৪ হাই হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

ডিজিট্যাল চ্যাট স্টেশন এও জানিয়েছেন যে, বিল্ড কোয়ালিটি উন্নত করতে আইকো নতুন এই ডিভাইসটিতে ধাতব ফ্রেম ব্যবহার করবে। সাম্প্রতিক রিপোর্ট নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস ১২, রিয়েলমি জিটি ৫ প্রো, ভিভো এক্স১০০ প্রো, এবং ভিভো এক্স১০০ প্রো প্লাস-এও মেটাল ফ্রেম থাকবে। আইকো স্মার্টফোনটিতে বড় ব্যাটারিও ব্যবহার করবে, যা ২০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

এছাড়া, iQOO 12 Pro আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইউএসবি টাইপ-সি ৩.x পোর্টের সাথে বাজারে আসতে পারে। চীনা সংস্থাটির এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের ওভি৫০এইচ প্রাইমারি সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪বি পেরিস্কোপ লেন্স যুক্ত থাকবে। তবে, এর টেলিফটো সেন্সর, আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে বিস্তারিত বিবরণ বর্তমানে অজানা।

উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ছাড়া টিপস্টার iQOO 12 Pro স্মার্টফোনের আর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেননি। যদিও জানা গেছে যে, এই ডিভাইসটি Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 3 ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। চিপসেটটি কর্টেক্স-এক্স৪ প্রাইম কোর, পাঁচটি কর্টেক্স-এ৭১০ কোর এবং দুটি কর্টেক্স-এ৫২০ কোরের সাথে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্টে এও জানানো হয়েছে যে, চিপসেটটি গ্রাফিক্সের জন্য Adreno 750 জিপিইউ-এর সাথে যুক্ত হবে।

এছাড়া, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ৪.০ (Origin OS 4.0) কাস্টম স্কিনে রান করবে। এই। হ্যান্ডসেটে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ মিলতে পারে। ডিজিটাল চ্যাট স্টেশন নিশ্চিত করেছেন যে, স্ট্যান্ডার্ড iQOO 12-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলেও অনুমান করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago