Iqoo 13 tipped to feature boe display high standard durability

ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে, বছরের অন্যতম সেরা প্রিমিয়াম ফোন হবে iQOO 13

এবছরের পরবর্তী মাসগুলিতে আইকো (iQOO) চীনা বাজারে তিনটি বহুল প্রত্যাশিত ফোন প্রকাশ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে iQOO Neo 9S Pro+, iQOO Z9 Turbo+ এবং iQOO 13। রিপোর্ট অনুসারে, এই ডিভাইসগুলিতে যথাক্রমে Qualcomm Snapdragon 8 Gen 3, MediaTek Dimensity 9300+ এবং Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেটগুলি ব্যবহার করা হবে৷ এক টিপস্টার সম্প্রতি iQOO 13 ফোনের মূল স্পেসিফিকেশন ফাঁস করেছেন। আর এখন তিনিই ডিভাইসটির সম্পর্কে আরও কিছু বিবরণ শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

iQOO 13 ফোনের প্রধান স্পেসিফিকেশন (গুজব)

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) বলেছেন যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চালিত আইকো ১৩ ফোনে বিওই (BOE) দ্বারা নির্মিত এক্স সিরিজের এলটিপিও (LTPO) স্ক্রিন থাকবে, যা ২কে রেজোলিউশন এবং সম্ভবত ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। জানিয়ে রাখি, আইকো ১২ ফোনে একটি ভিশনক্স (Visionox) ডিসপ্লে ছিল। আইকো ১৩ সরু বেজেল ও ফ্ল্যাট ডিজাইন সহ একটি বড় আকারের ডিসপ্লের সাথে আসবে, যা আকর্ষণীয় ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করবে। এছাড়াও, এতে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে।

এছাড়াও জানা গেছে যে, আইকো ১৩ ফোনে একটি ধাতব মিড ফ্রেম এবং একটি গ্লাস ব্যাক থাকবে। ফোনটি উচ্চমানের ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা সহ আসবে, যা এটিকে বিভিন্ন পরিবেশের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প করে তুলবে। এরসাথে টিপস্টার যোগ করেছেন যে, আইকো ১৩ কিছু ক্লাসিক ডিজাইনের উপাদান ধরে রাখবে, সম্ভবত পূর্ববর্তী প্রজন্মের মতোই।

ডিসিএস এও জানিয়েছেন যে, চীন অস্থায়ীভাবে এবছরের অক্টোবরে iQOO 13 লঞ্চ করার পরিকল্পনা করছে। বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে iQOO 13 Pro এবছর সিরিজ থেকে বাদ দেওয়া হবে। আগের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে, iQOO 13 মডেলে বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তবে, ডিসিএস এখন দাবি করেছে যে iQOO 13 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। এছাড়া, ফোনটির পিছনের ক্যামেরা সেটআপে একটি ৩x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। ইন-গেম ভাইব্রেশনের জন্য, ডিভাইসটিতে AAC ESA1016 ভাইব্রেশন মোটর যুক্ত থাকবে।