iQOO 8 Pro Pilot Edition লঞ্চ হল 12GB RAM ও 512GB মেমোরি সহ, দাম কত?

অগাস্টের তৃতীয় সপ্তাহে আত্মপ্রকাশ ঘটেছিল iQOO 8 সিরিজের। ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স – সব ক্ষেত্রেই প্রশংসা আদায় করে নিয়েছিল এই সিরিজের দুই মডেল iQOO 8 ও iQOO 8 Pro। Vivo-র সাব ব্র্যান্ডটি এবার iQOO 8 Pro-এর এক নতুন ভ্যারিয়েন্ট অফিসিয়ালি লঞ্চ করল, যার নাম রাখা হয়েছে iQOO 8 Pro Pilot Edition।

iQOO 8 Pro Pilot Edition বিশেষত্ব

স্পেসিফিকেশনের ক্ষেত্রে ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ আইকো ৮ প্রো পাইলট এডিশন-এর সবচেয় বড় হাইলাইট। এটি স্পেশাল রিটেল বক্সের সাথে এসেছে। বক্সে লাল, কালো, এবং নীল রঙের স্ট্রাইপ রয়েছে। আইকো ৮ প্রো পাইলট এডিশন-এর সাদা রঙের ব্যাক প্যানেলেও একই ধরণের স্ট্রাইপ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিএমডব্লিউ-র থেকে অনুপ্রেরণা নিয়ে আইকো তাদের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের রিয়ার প্যানেলের বাম দিকে উপর থেকে নীচ পর্যন্ত লাল, কালো, এবং নীল রঙের সমাহারে তিনটি লাইন টেনে দেয়, যা ফোনের নান্দনিক আকর্ষণে আলাদা মাত্রা যোগ করে। এছাড়া ৫৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং কার চার্জারের সাথে এসেছে iQOO 8 Pro Pilot Edition।

iQOO 8 Pro Pilot Edition দাম

আইকো ৮ প্রো পাইলট এডিশন-এর দাম রাখা হয়েছে ৫,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ৬৯,১১৪ টাকার সমান।

iQOO 8 Pro Pilot Edition স্পেসিফিকেশন, ফিচার

স্পেসিফিকেশনের দিক থেকে স্ট্যান্ডার্ড ভার্সন অর্থাৎ আইকো ৮ প্রো ও এটির পাইলট এডিশনে মধ্যে কোনও পার্থক্য নেই। এতএব এতে রয়েছে Samsung E5 AMOLED ডিসপ্লে। উল্লেখ্য, এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যাতে এই ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে, ডিসপ্লের সাইজ ৬.৭৮ ইঞ্চি। এটি কোয়াড এইচডি প্লাস (৩২০০ x ১৪৪০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০ প্লাস ও ডলবি ভিশন সাপোর্ট করে।

দুর্ধর্ষ পারফরম্যান্স অফার করার জন্য ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসরের সাথে এসেছে। ফটোগ্রাফির জন্য iQOO 8 Pro Pilot Edition-এর ব্যাক প্যানেলে এফ/১.৭৫ ক্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766V প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১৪ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১৬ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

iQOO 8 Pro Pilot Edition ফোনে ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১২০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস ও ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago