১৫ হাজার টাকার কমে 5G ফোন, লোভনীয় অফার নিয়ে হাজির iQOO Quest Days সেল

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ড আইকোর ডিভাইসগুলি অল্প সময়ের মধ্যেই ভারতের মতো গুরুত্বপূর্ণ মার্কেটের গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর এই জনপ্রিয়তা আরও বৃদ্ধি করার লক্ষ্যে ব্র্যান্ডটি নিত্যনতুন ডিভাইস লঞ্চ করার পাশাপাশি ক্রেতাদের জন্য নানারকম অফারেরও ব্যবস্থা করছে। যেমন, আজই (১১ অক্টোবর) আইকো তাদের নির্বাচিত কিছু স্মার্টফোনের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট এবং অফার ঘোষণা করেছে। এই বিশেষ ডিলগুলি আইকো কোয়েস্ট ডেজ (iQOO Quest Days) সেলের অংশ, যা অ্যামাজন (Amazon)-এ চলছে। iQOO 9 সিরিজ, Neo 6 এবং Z6 লাইনআপের হ্যান্ডসেটগুলিতে এই বিশেষ অফারটি উপলব্ধ। চলুন অফারগুলি দেখে নেওয়া যাক।

iQOO Quest Days সেল: একাধিক হ্যান্ডসেটে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট

আইকো কোয়েস্ট ডেজ (iQOO Quest Days) সেল জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এ বর্তমানে লাইভ হয়েছে। এই বিশেষ সেল চলাকালীন, আইকো ৯ লাইনআপ, আইকো নিও ৬ এবং আইকো জেড ৬ সিরিজের স্মার্টফোনগুলির দাম কমে যাবে এবং এছাড়াও এর সাথে বিশেষ অফার, যেমন ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং মূল্য কমানোর কুপনও মিলবে। উল্লেখযোগ্যভাবে, এবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আইকো ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হয়ে উঠেছে এবং কোম্পানিটি ৭০০ শতাংশ ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি পাচ্ছে।

প্রসঙ্গত, আইকো কোয়েস্ট ডেজ সেল আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আগ্রহী ক্রেতাদের জন্য উপলব্ধ থাকবে। যদিও কিছু ডিভাইসের দাম এখনই কমেনি, তবে কোম্পানি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য ১,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। অন্যদিকে, আয় অ্যাক্সিস (Axis) এবং সিটি (Citi) ব্যাঙ্কের কার্ডধারীরা ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। উল্লেখযোগ্যভাবে, আইকো ৯ ফোনটিকে এক্সচেঞ্জ অপশনগুলির জন্য অফার করা হচ্ছে, যার সাথে ৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

iQOO Quest Days সেলে সবচেয়ে উল্লেখযোগ্য স্মার্টফোন ডিলগুলি হল –

iQOO Z6 44W – উভয় স্টোরেজ বিকল্পে ১,০০০ ছাড়।

iQOO Z6 5G – উচ্চতর ভ্যারিয়েন্টে ১,০০০ টাকা পর্যন্ত ছাড়।

iQOO Z6 Pro – সমস্ত ভ্যারিয়েন্টে ২,০০০ টাকা ছাড়৷

iQOO Neo 6 5G – সমস্ত মডেলে ২,০০০ টাকা ছাড়৷

iQOO 9 SE – উভয় স্টোরেজ কনফিগারেশনের জন্য ৪,০০০ টাকা মূল্য হ্রাস।

iQOO 9 এবং 9 Pro – সমস্ত ভ্যারিয়েন্টের জন্য ৭,০০০ টাকা ছাড়৷

জানিয়ে রাখি, সেল চলাকালীন iQOO 9 সিরিজটির দাম শুরু হচ্ছে মাত্র ৩০,৯৯০ টাকা থেকে, যেখানে ব্যাঙ্কের অফার এবং এক্সচেঞ্জ অপশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে৷ অন্যদিকে, হাই-এন্ড iQOO 9 Pro মডেলটি মাত্র ৫২,৯৯০ টাকায় কেনা যাবে৷ একইভাবে, iQOO Neo 6-এর দামও মাত্র ২৫,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং iQOO Z6 পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৪৯৯ টাকা থেকে। আর সেলে উচ্চতর Z6 Pro ফোনটির প্রারম্ভিক মূল্য ১৯,৯৯৯ টাকা।

উল্লেখ্য, এই প্রাইস ট্যাগগুলির মধ্যে মূল্য হ্রাসের পাশাপাশি ব্যাঙ্কের অফারগুলিও অন্তর্ভুক্ত রয়েছে এবং এই ডিলগুলি শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে। তবে কেনার আগে ডিলগুলি পরীক্ষা করে অবশ্যই দেখে নেবেন, কেননা ক্রেতারা মডেল, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জের ওপর ভিত্তি করে একটি কেনাকাটায় প্রায় ২২,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন৷