iQOO Neo 6: চলতি মাসের সেরা ফোন Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ লঞ্চ হল

স্মার্টফোন ব্র্যান্ড আইকো আজ (১৩ এপ্রিল) হোম মার্কেট চীনে লঞ্চ করল তাদের লেটেস্ট ৫জি স্মার্টফোন iQOO Neo 6। নতুন আইকো ফোনটি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে…

স্মার্টফোন ব্র্যান্ড আইকো আজ (১৩ এপ্রিল) হোম মার্কেট চীনে লঞ্চ করল তাদের লেটেস্ট ৫জি স্মার্টফোন iQOO Neo 6। নতুন আইকো ফোনটি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এটিতে একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপও রয়েছে, যা গেমারদের জন্য গ্রাফিক্স প্রসেসিং উন্নত করতে সাহায্য করে বলে দাবি করা হয়েছে। iQOO Neo 6 ফোনটি Snapdragon 8 Gen 1 প্রসেসর দ্বারা চালিত। আবার নতুন ফোনের পাশাপাশি, আইকো তাদের ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ পাওয়ার ব্যাংক লঞ্চ করেছে, যা ১৮ মিনিটে Neo 6-কে শূন্য থেকে ৫০ শতাংশ রিচার্জ করতে পারে। এছাড়া ব্র্যান্ডটি হাই-এন্ড গেম খেলার সময় ফোনের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করার জন্য iQOO Extreme Wind Cooling Back Clip Pro-ও উন্মোচন করেছে।

আইকো নিও ৬-এর দাম ও লভ্যতা (iQOO Neo 6 Price and Availability)

চীনে আইকো নিও ৬-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৫০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৯০০ টাকা) এবং ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৪০০ টাকা)।

আইকো নিও ৬ মডেলটি রিয়ার প্যানেলে ক্লাসিক লাইসি লেদারের সাথে ব্লু এবং অরেঞ্জ- এই দুটি কালার অপশনে এসেছে এবং ফ্লোরাইট এজি (AG) গ্লাসের সাথে ব্ল্যাক শেডেও ফোনটি উপলব্ধ রয়েছে৷ আইকো নিও ৬ ফোনটি চীনে ২০ এপ্রিল থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে, তবে এর প্রি-অর্ডার আজ রাত থেকে শুরু হয়ে যাবে। চীন ছাড়া অন্যান্য মার্কেটে এই নতুন আইকো ফোনটির উপলব্ধতা এবং মূল্য সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

অন্যদিকে আইকো নিও ৬-এর পাশাপাশি আইকো ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ পাওয়ার ব্যাঙ্ক এবং এক্সট্রিম উইন্ড কুলিং ব্যাক ক্লিপ প্রো চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে। এগুলির দাম যথাক্রমে ২৯৯ ইউয়ান (প্রায় ৩,৬০০ টাকা) এবং ১৯৯ ইউয়ান (প্রায় ২,৪০০ টাকা)।

আইকো নিও ৬-এর স্পেসিফিকেশন (iQOO Neo 6 Specifications)

আইকো নিও ৬ ফোনে ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে, যা, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। ফোনটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যাবে। আইকো নিও ৬ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস ওশান (OriginOS Ocean) কাস্টম স্কিনে রান করে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, iQOO Neo 6- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮৯ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল প্লাস জিডাব্লিউ১পি প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স উপস্থিত রয়েছে। এছাড়া সেলফি ভিডিও কলিংয়ের জন্য iQOO Neo 6-এর সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

iQOO Neo 6- এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এই হ্যান্ডসেটটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর অন্তর্ভুক্ত। এই ফোনটিতে নিরাপত্তার জন্য, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 6 একটি ডুয়াল-সেল ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ফোনটির পরিমাপ ১৬৩x৭৬.১৬x৮.৫ মিলিমিটার এবং ওজন ১৯৩.৯৫ গ্রাম (অরেঞ্জ এবং ব্লু কালার অপশন) বা ১৯৭.২৩ গ্রাম (ব্ল্যাক অপশন)।