Categories: Mobiles

5000 টাকা দাম কমলো 64 মেগাপিক্সেল ক্যামেরার iQOO Neo 6 এর, সীমিত সময়ের অফার

২০২২ সালের মে মাসে ভারতীয় বাজারে প্রথম Neo-সিরিজ ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করেছিল iQOO Neo 6৷ তখন ডিভাইসটিকে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের সাথে লঞ্চ করা হয়েছিল। আর এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছিল ২৯,৯৯৯ টাকা। তবে এখন iQOO তাদের এই বিদ্যমান হ্যান্ডসেটের উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৫,০০০ টাকা পর্যন্ত কমে বিক্রি করার ঘোষণা করেছে। তবে আগেই বলে দিই এই অফারটি সীমিত সময়ের জন্যই লাইভ থাকবে। ফলে আপনি যদি এই অফারের লাভ ওঠাতে আগ্রহী থাকেন, তবে এক্ষুনি আমাদের প্রতিবেদন থেকে iQOO Neo 6 স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার সম্পর্কে জেনে নিন৷

সীমিত সময়ের জন্য সস্তায় কেনা যাবে iQOO Neo 6 স্মার্টফোন

ভারতে আইকো নিও ৬ স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ২৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য ৩৩,৯৯৯ টাকা ধার্য করা হয়। কিন্তু এখন সীমিত সময়ের জন্য ফোনটির উভয় স্টোরেজ বিকল্পেরই মূল্যহ্রাস করা হয়েছে। যার পর এখন উক্ত হ্যান্ডসেটের বেস ভ্যারিয়েন্টকে ২৪,৯৯৯ টাকা এবং টপ-এন্ড মডেলকে ২৯,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ থাকছে যথাক্রমে ফ্লাট ৫,০০০ টাকা এবং ৪,০০০ টাকা।

আগ্রহীরা আইকোর এই পুরোনো-প্রজন্মের স্মার্টফোনকে ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং আইকো ইন্ডিয়ার ই-স্টোরের মাধ্যমে কিনতে পারবেন। উক্ত দুটি সাইট থেকে হ্যান্ডসেটটি কিনলে নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা পাওয়া যাবে। এই ফোন – ডার্ক নোভা, সাইবার রেজ এবং ম্যাভেরিক অরেঞ্জ কালারে উপলব্ধ। এক্ষেত্রে জানিয়ে রাখি, ম্যাভেরিক অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টটি শুধুমাত্র ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

iQOO Neo 6-এর স্পেসিফিকেশন

আইকো নিও ৬ ফোনে রয়েছে ৬.৬২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) E4 AMOLED ডিসপ্লে, যা, ২০:৯ এসপেক্ট রেশিও, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য আইকো নিও ৬ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে। আবার, অপারেটিং সিস্টেম হিসাবে আইকো আনীত এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। আর নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

iQOO Neo 6 ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল প্লাস জিডাব্লিউ১পি প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঞ্জেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। তদুপরি, উক্ত ডিভাইসে লিকুইড কুলিং ইউপার কুলিং সিস্টেম উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 6 স্মার্টফোনে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

12 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

56 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago