iQOO-র এই দুর্দান্ত স্মার্টফোন শীঘ্রই এন্ট্রি নিচ্ছে ভারতে, ফিচার শুনলে অবাক হয়ে যাবেন

আইকো সম্প্রতি হোম মার্কেট চীনে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ iQOO 11 সিরিজ ও মিড-রেঞ্জ iQOO Neo 7 SE ফোন লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি Neo সিরিজের আরও কিছু নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। এক জনপ্রিয় চীনা টিপস্টার সম্প্রতি iQOO Neo 7 Racing Edition নামের একটি মডেলের সম্পর্কে কিছু বিবরণ শেয়ার করেছেন। আর এখন একটি আইকো ফোনকে ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে এবং একটি রিপোর্টে এটিকে iQOO Neo 7 5G বলে উল্লেখ করা হয়েছে। চলুন তাহলে এই নতুন আইকো হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক।

iQOO Neo 7 5G পেল ভারতের BIS সার্টিফিকেশন সাইটের অনুমোদন

I2214 মডেল নম্বর সহ একটি আইকো স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে৷ যথারীতি, এই তালিকায় ডিভাইসের কোনও স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি। তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এটি আইকো নিও ৭ ৫জি হতে পারে। জানিয়ে রাখি, গতবছর ডিসেম্বর মাসে ভিভো অধীনস্থ ব্র্যান্ডটি চীনের মার্কেটে আইকো নিও ৬ এবং নিও ৬ এসই মডেল দুটি উন্মোচন করেছিল। এই ফোনগুলি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত। তবে, এর মধ্যে শুধুমাত্র নিও ৬ এসই ফোনটি ভারতের বাজারে পা রেখেছিল। যদিও, ডিভাইসটিকে এদেশে আইকো নিও ৬ হিসাবে রিব্র্যান্ড করা হয়।

তাই, অনুমান করা হচ্ছে, ভারতে যে আইকো নিও ৭ ৫জি মডেলটি আসতে চলেছে, সেটি নিও ৭ এসই-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এই “এসই” মডেলটি গত সপ্তাহে চীনে মার্কেটে প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করেছে। নিও ৭ ৫জি-এর ভারতীয় সংস্করণে চীনের নিও ৭ এসই-এর অনুরূপ স্পেসিফিকেশন দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। তাই আসুন ভারতে আসন্ন আইকো নিও ৭ ৫জি-এর প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

আইকো নিও ৭ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – iQOO Neo 7 5G Expected Specifications

iQOO Neo 7 5G-তে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসতে পারে। ডিভাইসটি নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। iQOO Neo 7 5G সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস (FunTouch OS) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 7 5G-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ডেপ্থ এবং ম্যাক্রো শটগুলির জন্য প্রধান স্ন্যাপারের সাথে ২ মেগাপিক্সেলের এক জোড়া ক্যামেরা যুক্ত থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।

আর পাওয়ার ব্যাকআপের জন্য, Neo 7 5G মডেলে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে। উল্লেখযোগ্যভাবে, Neo 7 5G-এর ভারতীয় ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ৩০,০০০ টাকারও কম হতে পারে। এটি আগামী বছর জানুয়ারি মাসে এদেশের বাজারে iQOO 11 সিরিজের পাশাপাশি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।