BSNL আনল 249 টাকার নতুন ফাইবার টু দ্য হোম প্ল্যান, পাবেন প্রতি সেকেন্ডে 10mb ডাউনলোড স্পিড

BSNL-এর নোডাল অফিসার আকাশ উপাসনি বলেছেন যে, ১১ আগস্ট থেকে BSNL-এর গ্রামীণ ভারতের গ্রাহকরা ২৪৯ টাকার প্ল্যানটি উপভোগ করতে পারবেন।

BSNL আজ ২৪৯ টাকার ফাইবার টু দ্য হোম (FTTH) প্ল্যান লঞ্চ করল। সরকারি টেলিকম অপারেটরটি গ্রামীণ এলাকার গ্রাহকদের কাছে ইন্টারনেট কানেকশন পৌঁছে দেবার জন্য এই নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে। শহরের তুলনায় গ্রামীন এলাকায় বসবাসকারী মানুষের আয় সাধারণত কম হয়ে থাকে, আর এই বিষয়টিকে মাথায় রেখে সংস্থাটি এই নতুন প্রিপেইড প্ল্যান আনতে চলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, BSNL-এর নোডাল অফিসার আকাশ উপাসনি বলেছেন যে, ১১ আগস্ট থেকে BSNL-এর গ্রামীণ ভারতের গ্রাহকরা ২৪৯ টাকার প্ল্যানটি উপভোগ করতে পারবেন। চলুন BSNL-এর এই নতুন প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL ২৪৯ টাকার ফাইবার টু দ্য হোম প্ল্যান

২৪৯ টাকার ফাইবার টু দ্য হোম প্ল্যানে বিএসএনএল ১০ জিবি ডেটা ও ১০ এমবিপিএস ইন্টারনেট স্পিড অফার করে। সংস্থার মতে, গ্রামীণ ভারতের ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা তাদের গ্রাহকদের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলবে। পাশাপাশি এই পরিষেবার মাধ্যমে তাদের সাবস্ক্রাইবার মার্কেট শেয়ারও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, কোম্পানির এই প্ল্যানের সাথে ১৮% জিএসটিও অন্তর্ভুক্ত। আর শহরের গ্রাহকদের এই প্ল্যান কিনতে ৩৯৯ টাকা খরচ করতে হবে।

যেখানে গ্রাহকদের ২০ এমবিপিএস ইন্টারনেট স্পিডের সাথে ১ টিবি ডেটা অফার করা হবে। আর এই প্ল্যানটি ২৪৯ টাকার প্ল্যানের তুলনায় আরও ভাল বিকল্প হতে পারে। কারণ, দামের পার্থক্য থাকলেও গ্রাহকরা ৩৯৯ টাকার প্ল্যানে হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পাবেন।

প্রসঙ্গত, এখনো 4G পরিষেবা লঞ্চ করতে না পারায় BSNL অন্যান্য টেলিকম অপারেটরদের থেকে অনেক পিছিয়ে পড়েছে। তবে আশা করা যায় খুব শীঘ্রই BSNL নয়া নেটওয়ার্ক লঞ্চ করবে।