iQOO Neo 7: আগামী সপ্তাহে আসছে নজরকাড়া ফিচারের ফোন, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

iQOO Neo 7 5G স্মার্টফোনটি খুব শীঘ্রই হোম মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে। সম্প্রতি কোম্পানি নিশ্চিত করেছে যে, তাদের এই নতুন প্রিমিয়াম পারফরম্যান্সের স্মার্টফোনটি আগামী ২০ অক্টোবর চীনে লঞ্চ হবে। আবার, আইকো চলতি বছরের শেষের দিকে বা ২০২৩ সালের প্রথম দিকে ভারতে তাদের এই Neo সিরিজের ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে৷ ইতোমধ্যেই চীনা বাজারে লঞ্চের আগে, iQOO Neo 7 5G-এর কিছু মূল স্পেসিফিকেশন টিজ করা শুরু করেছে সংস্থা। সাম্প্রতিক একটি অফিসিয়াল টিজারে আসন্ন ডিভাইসটির ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আইকো এই হ্যান্ডসেটের ব্যাটারির বিবরণও নিশ্চিত করেছে। এটি পূর্বসূরি Neo 6 ভারতীয় সংস্করণের চেয়ে বড় ব্যাটারি অফার করবে বলে আশা করা হচ্ছে। আসুন এখনও পর্যন্ত iQOO Neo 7 5G-এর স্পেসিফিকেশন, ফিচার সম্পর্কে যা যা তথ্য প্রকাশ্যে এসেছে, আসুন সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

আইকো নিও ৭ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – iQOO Neo 7 5G Expected Specifications

আইকো নিও ৭ ৫জি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে উপস্থিত স্যামসাং ইলেকট্রনিক্স (Samsung Electronics) দ্বারা নির্মিত ই৫ (E5) প্যানেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফ্রেম রেট ইন্টারপোলেশনের মতো ফিচার যুক্ত করার সময় আইকো স্মার্ট পাওয়ার খরচের জন্য একটি প্রো+ ডিসপ্লে চিপও এতে ব্যবহার করবে। নিও ৭ ৫জি মিডিয়াটেকের অন্যতম প্রিমিয়াম ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর দ্বারা চালিত হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই হ্যান্ডসেটে লিকুইড কুলিং থার্মাল ফিচারটি থাকবে, যাতে ফোনটি নিবিড় কাজগুলি পরিচালনা করার সময় মসৃণ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হয়।

ফটোগ্রাফির জন্য, Neo 7 5G-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ম্যাক্রো শ্যুটার অবস্থান করবে। আর ফোনটির ডিসপ্লের ওপরে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 7 5G আপগ্রেডেড ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে।

এছাড়া, আইকো একাধিক স্টোরেজ বিকল্প সহ Neo 7 5G ফোনটি লঞ্চ করতে পারে। ডিভাইসটি কমপক্ষে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে। আবার এটির টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নীচে ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সহ একটি ৮ জিবি র‍্যাম সংস্করণও থাকতে পারে। iQOO Neo 7 5G-এর অফিসিয়াল মূল্য এবং উপলব্ধতার বিবরণ আগামী ২০ অক্টোবর লঞ্চ ইভেন্টে ঘোষণা করা হবে।