৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ১২ জিবি র‌্যাম, iQOO Neo 7 লঞ্চ হল দুর্দান্ত ফিচারের সাথে

জনপ্রিয় টেক ব্র্যান্ড আইকো আজ (২০ অক্টোবর) অবশেষে হোম মার্কেট চীনে নতুন iQOO Neo 7 স্মার্টফোনটি লঞ্চ করেছে। Neo 6-এর উত্তরসূরিটি একাধিক আপগ্রেড অফার করে। এই মিড-রেঞ্জ ডিভাইসে অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 9000+ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে iQOO Neo 7-এর মূল্য এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আইকো নিও ৭-এর মূল্য – iQOO Neo 7 Price

চীনের বাজারে আইকো নিও ৭-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩০,৯০০ টাকা)। আবার এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণগুলি মূল্য যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৩৫০ টাকা) এবং ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৮০০ টাকা)। আইকো নিও ৭ হ্যান্ডসেটটি পপ অরেঞ্জ, ইমপ্রেশন ব্লু এবং জিওমেট্রিক ব্ল্যাক-এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

আইকো নিও ৭-এর স্পেসিফিকেশন – iQOO Neo 7 Specifications

আইকো নিও ৭-এ ৬.৭৮ ইঞ্চির স্যামসাং ই৫ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটির ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট অফার করে। নিরাপত্তার জন্য, স্ক্রিনটির মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা রয়েছে। ডিভাইসটি ৪ ন্যানোমিটার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর দ্বারা চালিত। আইকো নিও ৭ সর্বাধিক ১২ এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ অনবোর্ড স্টোরেজ অফার করে। আর হিট ডিসিপেশনের জন্য, এতে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমও মিলবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 7-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি স্ন্যাপার বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 7-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে। আইকোর এই ফোনটিতে একটি ডুয়েল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটরও রয়েছে। iQOO Neo 7-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৫জি, একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি।