120W সুপারফাস্ট চার্জিংয়ের আরও এক দুর্ধর্ষ ফোন আসছে দেশে, লঞ্চ ও সেলের তারিখ ফাঁস

আইকো (iQOO) ভারতে একটি নতুন Neo স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ যার নাম Neo 7 Pro হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির সম্পর্কে একাধিক তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। কোম্পানির তরফে ফোনটির আগমনের ইঙ্গিত দেওয়া ছাড়া এখনও কোনও বিশেষ তথ্য প্রকাশ করা হয়নি। তবে কোনরকম আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন সূত্রের মাধ্যমে iQOO Neo 7 Pro লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

iQOO Neo 7 Pro লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন

মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্টে দাবি করা হয়েছে, আইকো নিও ৭ প্রো ভারতে আগামী ২৭ জুন লঞ্চ হবে। যদিও এই তারিখটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে। আর লঞ্চের পর, ডিভাইসটি জুলাইয়ের শুরুতে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে জানা গেছে। তবে সেলের সঠিক তারিখটি এখনও অজানা।

আইকো নিও ৭ প্রো গত ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়া আইকো নিও ৭ রেসিং এডিশনের রিব্যাজড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি আইকোর ভারতীয় শাখার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) আসন্ন নিও সিরিজের ফোনটির একটি টিজার ইমেজ শেয়ার করেছেন, যা থেকে জানা গেছে যে ফোনটি অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টে আসবে এবং আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা মডিউল অবস্থান করবে।

আইকো নিও ৭ প্রো ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসতে পারে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটিতে পাঞ্চ-হোল কাটআউট এবং একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে। আসন্ন স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য, iQOO Neo 7 Pro কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এটি ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম বিকল্পের পাশাপাশি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হবে।