Jio বা Airtel নয়, সস্তায় এই কোম্পানির ১০০ এমবিপিএস প্ল্যানে পাবেন সেরা সুবিধা, বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন

Alliance Broadband-এর ১০০ এমবিপিএস প্ল্যানের সাথে আনলিমিটেড ডেটা ও ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায়

Alliance Broadband (অ্যালায়েন্স ব্রডব্যান্ড) হল কলকাতার অন্যতম বৃহত্তম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISPs)। তবে কোম্পানিটি এখন সমগ্র ভারতবর্ষের নাগরিকদের কাছে তার পরিষেবা প্রসারিত করার চেষ্টা করছে। বর্তমানে এই কোম্পানিটি প্রতিযোগিতামূলক ভাবে যে ১০০ এমবিপিএস প্ল্যানটি অফার করছে তা আপনি যে কোনও আইএসপি (ISPs) থেকে পেতে পারেন। তবে এই প্ল্যানে আপনি বিভিন্ন OTT (Over The Top) সুবিধাগুলিও পেয়ে যাবেন, যা JioFiber, Airtel এর মতো সংস্থা দেয় না। বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় ১০০০ টাকা বা তার থেকে বেশি দামের প্ল্যানের সাথে OTT সুবিধা বা সাবস্ক্রিপশন পাওয়া যায়। কিন্তু অ্যালায়েন্স ব্রডব্যান্ড আপনাকে কম খরচে পরিষেবা দেবার পাশাপাশি OTT-এর সুবিধাও দেবে।

Alliance Broadband-এর ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড প্ল্যান

বর্তমানে অ্যালায়েন্স কলকাতা এবং কলকাতার বাইরে বসবাসকারী গ্রাহকদের জন্য এই প্ল্যানটি অফার করছে৷ যার জন্য খরচ হবে প্রতি মাসে ৭০০ টাকা। এটি ১০০ এমবিপিএস স্পিড-এর সাথে বেশ কিছু OTT সুবিধাও অফার করে। উল্লেখ্য, JioFiber-এরও একই দামের ১০০ এমবিপিএস স্পিড বিশিষ্ট ব্রডব্যান্ড প্ল্যান আছে। তবে তাতে কোনো OTT সুবিধা পাওয়া যায় না।

অ্যালায়েন্স ব্রডব্যান্ডের এই ১০০ এমবিপিএস স্পিড-এর প্ল্যানের সাথে, আপনি SonyLIV, ZEE5, ALT Balaji, AaoNXT, Discovery Plus এবং Live TV-এর মতো OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবেন। উল্লেখ্য যে, উপরে উল্লিখিত প্ল্যানের দামে কোনো GST অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়াও এখানে একটি বিশেষ সুবিধা পাওয়া যাবে। আসলে এই প্ল্যানের মাধ্যমে আপনি আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ অন্যান্য আইএসপিগুলির মতো এতে কোনও ডেটা ক্যাপ নেই।