iQOO Neo 7SE ফোনে ছবি, ভিডিয়ো, গান রাখার জায়গা কতটা? লঞ্চের পূর্বে জানা গেল সেই তথ্য

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই তাদের পরবর্তী প্রজন্মের iQOO 11 ফ্ল্যাগশিপ সিরিজের পাশাপাশি iQOO Neo 7S এবং 7SE হ্যান্ডসেট দুটিও চীনের মার্কেটে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই দুটি ডিভাইস ইতিমধ্যে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার iQOO Neo 7SE-এর র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনগুলি অনলাইনে শেয়ার করেছেন। এর পাশাপাশি আরেক জনপ্রিয় টিপস্টার আসন্ন ফোনটির কিছু বিবরণও প্রকাশ করেছেন। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল iQOO Neo 7SE-এর মেমরি কনফিগারেশন এবং মূল বৈশিষ্ট্য

টিপস্টার আনভিনরাজ দাবি করেছেন যে, আইকো নিও ৭এসই চারটি র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। অন্যদিকে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে জানিয়েছেন যে, আসন্ন স্মার্টফোনটি স্ট্যান্ডার্ড আইকো নিও ৭-এর মতোই দেখতে হবে, যেটি গত মাসে আত্মপ্রকাশ করেছিল। তবে, আইকো নিও ৭এসই মডেলটি অঘোষিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুর দিকে iQOO Neo 7SE-এর একটি লাইভ ইমেজ অনলাইনে ফাঁস হয়েছিল, যা প্রকাশ করে যে এই হ্যান্ডসেটে একটি ফ্ল্যাট কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে থাকবে। ডিজিট্যাল চ্যাট স্টেশন বলেছেন যে, স্মার্টফোনটিতে ৬.৭৮ ইঞ্চির স্যামসাং ই৫ অ্যামোলেড স্ক্রিন থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করবে। ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ প্রাইমারি ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 7SE-তে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) ইউজার ইন্টারফেসে রান করবে।

উল্লেখ্য, iQOO Neo 7S ফোনটি আবার শুধুমাত্র চিপসেট ছাড়া Neo 7SE-এর মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত, এই নয়া আইকো ফোনগুলি সম্পর্কে এই বিবরণগুলিই প্রকাশ্যে এসেছে। তবে, খুব শীঘ্রই এগুলি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *