Categories: Mobiles

ল্যাপটপ-কম্পিউটারও ফেল! প্রথম ফোন হিসাবে iQOO-র এই মডেলে পর্বতসমান মেমরি

আইকো (iQOO) গত মাসে চীনে Neo 8 সিরিজের অধীনে Neo 8 এবং Neo 8 Pro 5G মডেলের দুটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। প্রো ভ্যারিয়েন্ট দু’টি স্টোরেজ অপশনে এলেও, এখন আরেকটি মেমরি বিকল্প যুক্ত করা হয়েছে তাতে। ফোনটি এবার থেকে ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এছাড়া আগের মতোই iQOO Neo 8 Pro চীনে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে মিলবে। উল্লেখ্য, এটি আইকোর প্রথম স্মার্টফোন যা ১ টিবি স্টোরেজে উপলব্ধ হবে। এর আগে, কোম্পানি চীনে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছিল। আসুন iQOO Neo 8 Pro-এর মূল্য, স্টোরেজ, স্পেসিফিকেশন এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

iQOO Neo 8 Pro: নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট

আইকো নিও ৮ প্রো এখন ১ টিবি স্টোরেজ সহ নতুন ১৬ জিবি বিকল্পের সাথে চীনের মার্কেটে উপলব্ধ। যা কোম্পানির সর্বোচ্চ স্টোরেজ কনফিগারেশন। দাম রাখা হয়েছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৮০০ টাকা)। ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনেও মিলবে, যার দাম যথাক্রমে ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৯০০ টাকা) এবং ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৩০০ টাকা)।

কোম্পানি চীনে নিও ৮ প্রো তিনটি কালার অপশনে লঞ্চ করেছে – গ্রীন, ব্ল্যাক এবং রেড। যারা আইকো নিও ৮ প্রো-এর টপ-এন্ড স্টোরেজ কিনবেন, তারা আইকোর নতুন টিডাব্লিউএস প্রো (TWS Pro) ইয়ারবাডটি বিনামূল্যে পাবেন। শোনা যাচ্ছে, আইকো আগামী দিনে ভারত এবং অন্যান্য বাজারে তাদের নিও সিরিজের টপ-এন্ড স্মার্টফোনটি লঞ্চ করতে পারে।

iQOO Neo 8 Pro: স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO Neo 8 Pro-এ ২,৮০০ x ১,২৬০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি সমতল এবং এর ওপরের কেন্দ্রে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এটি এইচডিআর সাপোর্ট, ৯২.৯ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। iQOO Neo 8 Pro চীনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩.০ (Origin OS 3.0) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 8 Pro-এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৬৬ভি প্রাইমারি ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। ফোনটিতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করে।

Ananya Sarkar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

26 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

34 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

50 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

55 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago