iQOO Neo 9 Pro 5G Pre-Booking Starts in India

iQOO Neo 9 Pro 5G ফোনের প্রি-বুকিং শুরু, পাবেন হাজার টাকা অতিরিক্ত ছাড়, সাথে 2 বছরের ওয়ারেন্টি

চীনা প্রযুক্তি কোম্পানি Vivo-র মালিকানাধীন iQOO চলতি মাসের ২২ শে ফেব্রুয়ারি তাদের একটি নতুন ডিভাইস iQOO Neo 9 Pro লঞ্চ করতে চলেছে। পারফেক্ট গেমিং ফোন হওয়ার কারণে এই ডিভাইসটিকে iQOO Neo 7 Pro-এর উত্তরসূরী হিসেবে মনে করা হচ্ছে। ভারতে ইতিমধ্যেই এর প্রি-বুকিং শুরু হয়েছে।

iQOO সংস্থাটি দীর্ঘদিন ধরেই এই ডিভাইস নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করে আসছে। যার ফলে এর বেশ কিছু স্পেসিফিকেশন নিশ্চিতভাবে জানা গেছে। পাশাপাশি, প্রি বুকিং-এর ক্ষেত্রে এই ডিভাইসের সাথে একাধিক অফার এবং ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে। আবার ক্রেতারা ৪০,০০০ টাকা পর্যন্ত অ্যামাজন পে ব্যালেন্স জেতার সুযোগও পেয়ে যাবেন। এছাড়াও, তারা বুকিং পেজে গিয়ে কুইজও খেলতে পারবেন।

iQOO Neo 9 Pro-এর সাথে প্রি-বুকিংয়ে পাবেন বিশেষ অফার

এখন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে iQOO Neo 9 Pro প্রি বুকিং করলে ক্রেতারা পাবেন ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। নতুন এই ডিভাইসের সাথে মোট ২ বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে।

iQOO Neo 9 Pro-এর ফিচার

এই ফ্ল্যাগশিপ ডিভাইসে উচ্চস্তরের কর্ম ক্ষমতা প্রদানের জন্য কোয়ালাকম স্ন্যাপড্রাগণ ৮ জেন ২ প্রসেসর এবং গেমিং-এর জন্য বিশেষ সুপার কম্পিউটিং চিপ কিউ১ দেওয়া হবে। আর ভাইব্রেন্ট ডুয়েল টোন ডিজাইন ছাড়াও এই ফোনে প্রিমিয়াম লেদার ফিনিশ থাকবে।

ক্যামেরা সেটআপের কথা বললে, এতে ফ্লাগশিপ লেভেলের ৫০ মেগাপিক্সেল সোনি আইএমএক্স ৯২০ প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

টিজার থেকে জানা গিয়েছে যে, iQOO Neo 9 Pro ফোনে দীর্ঘ গেমিং সেশনের জন্য ৫,১৬০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট চার্জিং সমর্থন করবে। এছাড়া, এই ফোনে ১৪৪ হার্টজ এবং ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লেও দেওয়া হবে।