iQOO Neo 9 Pro Launch Date

গেম খেলার জন্য সুপারকম্পিউটিং চিপ থেকে কুলিং সিস্টেম, তাক লাগিয়ে দিচ্ছে iQOO

iQOO Neo 9 Pro ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ডটি একাধিক টিজারের মাধ্যমে আসন্ন স্মার্টফোনের ডিজাইন এবং রঙের বিকল্পগুলি প্রকাশ করেছে। যা এতে লাল-সাদা রঙের আকর্ষণীয় ডুয়েল-টোন ব্যাক প্যানেলের উপস্থিতি নিশ্চিত করেছে। আর এখন iQOO Neo 9 Pro-এর একটি মাইক্রো-সাইট লাইভ হয়ে ডিজাইন এলিমেন্ট প্রকাশের পাশাপাশি চিপসেট ডিটেইলস সামনে এনেছে।

iQOO Neo 9 Pro-এর ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আইকো নিও ৯ প্রো স্মার্টফোনের মাইক্রো-সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-তে লাইভ হয়েছে, যা নিশ্চিত করেছে যে ডিভাইসটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হবে। এটি আইকো ইন্ডিয়ার অনলাইন স্টোরের মাধ্যমেও পাওয়া যাবে। অ্যামাজন ইন্ডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, এই আইকো ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে।

জানিয়ে রাখি, ওই ফ্ল্যাগশিপ চিপসেটে ৩.২ গিগাহার্টজে রান করা একটি কর্টেক্স এক্স৩ কোর, ২.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি কর্টেক্স এ৭১৫ কোর, ২.০ গিগাহার্টজ গতির তিনটি কর্টেক্স এ৫১০ কোর এবং অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ যুক্ত রয়েছে। এই আইকো ফোনে সম্ভবত ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ফানটাচওএস ১৪ (Funtouch OS 14) কাস্টম স্কিনে চলবে।

অ্যামাজনের মাইক্রো-সাইটটি একটি প্রিমিয়াম লেদার ফিনিশ সহ iQOO Neo 9 Pro-এর ডুয়েল-টোন ভ্যারিয়েন্টটিও প্রদর্শন করেছে। ব্যাক প্যানেলে রিয়ার ক্যামেরা রাখার জন্য বর্গ-গোলাকার পৃথক ক্যামেরা রিং থাকবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকার ডিভাইসের ডানদিকে দেখা যাবে। আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোনটি ডিভাইসের ওপরে স্থাপন করা হবে। স্মার্টফোনটির দাম ৪০,০০০ টাকার মধ্যেই থাকবে বলে খবর। চলুন ফোনটি কী কী অফার করবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

iQOO Neo 9 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

iQOO Neo 9 Pro-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২,৮০০ × ১,২৬০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯৩.৪৩% স্ক্রিন-টু-বডি রেশিও, এইচডিআর১০+ সাপোর্ট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও অফার করবে। ডিভাইসটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হবে, যা ১২ জিবি/ ১৬জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ২৫৬ জিবি/ ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। iQOO Neo 9 Pro অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ (Funtouch OS 14) কাস্টম স্কিনে রান করবে।

iQOO Neo 9 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর এবং এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত থাকবে। আর ফোনের সামনের এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

iQOO Neo 9 Pro-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে কিউ১ ডেডিকেটেড চিপ, ৬কে ক্যানোপি ভিসি কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সাপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 9 Pro-এ ৫,১৬০ এমএএইচ ব্যাটারির অন্তর্ভুক্ত থাকবে, যা ১২০ ওয়াট ফাস্ট দ্রুত চার্জিং সাপোর্ট করবে।